LowPressureAlert WestBengalWeather
ক্লাউড টিভি ডেস্ক | ১৯ জুলাই, ২০২৫ : টানা বর্ষণের পরে খানিকটা স্বস্তির মুখ দেখতে না দেখতেই ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহের শুরুতেই উত্তর বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা (LowPressureAlert WestBengalWeather) রয়েছে। আর তার প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার থেকেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা।
বিশেষজ্ঞদের মতে, এই সম্ভাব্য নিম্নচাপটি গত সপ্তাহের মতোই প্রবলভাবে প্রভাব ফেলতে পারে গোটা রাজ্যের উপর। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান — এই সব জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
ওরম্যাক্সে দক্ষিণী তারকাদের দাপট, নাম নেই সলমান-শাহরুখের শীর্ষে প্রভাস, অক্ষয় একমাত্র বলিউড মুখ
গান্ধীর একমাত্র স্বেচ্ছায় আঁকানো তৈলচিত্র নিলামে আড়াই কোটি টাকায় বিক্রি
পাহাড়েও বাড়ছে ঝুঁকি
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টি এবং ভূমিধসের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি অঞ্চলে আগে থেকেই মাটি আলগা হয়ে থাকায় সেখানে অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধসের কারণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রশাসনকে তাই আগেভাগে সতর্ক থাকতে বলা হয়েছে।
পিছিয়ে পড়ছে চাষের কাজ
বর্ষার উপর নির্ভরশীল রাজ্যের কৃষিজীবীরা এই লাগাতার বৃষ্টিপাত এবং নিম্নচাপের খবরে চরম উদ্বিগ্ন। আগেই জল জমে চাষের ক্ষতি হয়েছে অনেক জায়গায়। এখন নতুন করে নিম্নচাপ তৈরি হলে ধান রোয়ার কাজ আরও দেরি হতে পারে। অনেক জেলায় জলনিকাশি ব্যবস্থা দুর্বল হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস কী বলছে?
আলিপুর হাওয়া অফিসের এক আধিকারিক জানান,
“আগামী মঙ্গলবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে আগামী শনিবার থেকেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি বাড়বে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া।”
এই সম্ভাব্য নিম্নচাপটি পশ্চিম থেকে পূর্ব দিকে না গিয়ে বরং স্থির অবস্থানে থাকলে গঙ্গা উপত্যকার জেলাগুলি বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মত আবহাওয়াবিদদের।
রাজধানী কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত আকাশ মেঘমুক্ত ছিল। রোদ উঠলেও বাতাসে আর্দ্রতা ছিল চরম। ফলে গরমের অস্বস্তিও ছিল প্রবল। তবে হাওয়া অফিসের নতুন পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে কলকাতাতেও বৃষ্টি শুরু হতে পারে। ফলে জল জমা, ট্রাফিক জ্যাম, রেল দেরি — সবই ফের ঘটতে পারে।
দুর্যোগ মোকাবিলায় রাজ্য প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) সতর্ক রয়েছে বলে জানা গিয়েছে। জেলার জেলাশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বন্যাপ্রবণ এলাকাগুলিতে তল্লাশি ও উদ্ধারকারী দল মোতায়েন করা হচ্ছে।
আরও পড়ুন :