NationalSportsDay CoalIndia
ক্লাউড টিভি ডেস্ক : জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited) তাদের কর্পোরেট সদর দফতরে এক অনন্য উদ্যোগ গ্রহণ করে। প্রতি বছর ২৯ আগস্ট, হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় (NationalSportsDay CoalIndia)। এ বছরও সেই ধারাবাহিকতায় কোল ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্তারা ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর (HR) ড. বিনয় রঞ্জন, ডিরেক্টর (Finance) শ্রী মুকেশ আগরওয়াল, ডিরেক্টর (Technical) শ্রী অচ্যুত ঘটক, ডিরেক্টর (Business Development) শ্রী আশীষ কুমার এবং চিফ ভিজিল্যান্স অফিসার শ্রী ব্রজেশ কুমার ত্রিপাঠী। তাঁদের সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র নির্বাহী কর্মকর্তারাও।
তবে শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এই দিনটিকে কর্মীদের জন্য আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে কোল ইন্ডিয়া বিশেষ আয়োজন করে। ড. বিনয় রঞ্জন কর্মীদের ‘ফিট ইন্ডিয়া প্রতিজ্ঞা’ পাঠ করান। এই প্রতিজ্ঞার মাধ্যমে তিনি কর্মীদের স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের অঙ্গীকারে সামিল হতে উৎসাহিত করেন। তাঁর মতে, “একটি প্রতিষ্ঠানের উন্নতি শুধু আর্থিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং কর্মীদের স্বাস্থ্য ও মানসিক দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ।”
জাতীয় ক্রীড়া শাসন বিল ও ডোপিং-বিরোধী সংশোধনী বিল লোকসভায় পাস
ফিট ইন্ডিয়া প্রোগ্রামের অন্তর্গত অংশ হিসেবে একটি স্বাস্থ্য সচেতনতা সেশন আয়োজন করা হয়। এই সেশনে বক্তৃতা দেন ফোর্টিস হাসপাতালের কনসালট্যান্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ ড. গৌরব গুপ্ত। তাঁর বক্তব্যে উঠে আসে ভঙ্গিমা বা posture বজায় রাখার গুরুত্ব, সঠিক গতিশীলতা বা mobility-এর প্রয়োজনীয়তা এবং জয়েন্ট বা অস্থিসন্ধির যত্ন নেওয়ার উপায়। তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কীভাবে নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম না করলে আধুনিক জীবনযাত্রার নানা রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা অস্থি–সংক্রান্ত জটিলতা দ্রুত বৃদ্ধি পায়। ড. গুপ্ত স্পষ্ট ভাষায় বলেন, “একটি ছোট কিন্তু নিয়মিত ব্যায়ামের অভ্যাস, যেমন হাঁটা বা সাইক্লিং, বড় ধরনের রোগ প্রতিরোধে অসাধারণ ভূমিকা রাখতে পারে।”
কর্মীদের মনোবল বাড়াতে কোল ইন্ডিয়ার তরফে দিনভর নানা ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়। দৌড়, ব্যাডমিন্টন, ফুটবলসহ একাধিক খেলায় কর্মীরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতাগুলো শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং আনন্দ ভাগাভাগি করারও একটি উপলক্ষ হয়ে ওঠে। অনেক কর্মীর মতে, কর্মজীবনের চাপ ও একঘেয়েমির মধ্যে এমন উদ্যোগ শরীরকে যেমন চাঙা করে তোলে, তেমনি মনকেও প্রফুল্ল করে দেয়।
অন্যদিকে, প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে যে, কোল ইন্ডিয়া সবসময়ই তাদের কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ। শুধুমাত্র কাজের পরিবেশ নয়, সামাজিক ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ক্রীড়া, স্বাস্থ্য এবং সচেতনতার প্রসারে বিভিন্ন প্রকল্প চালু করে আসছে। ফলে জাতীয় ক্রীড়া দিবসের এই উদযাপন কেবল একটি স্মারক অনুষ্ঠান নয়, বরং একটি বৃহত্তর বার্তার প্রতিফলন।
সবশেষে বলা যায়, জাতীয় ক্রীড়া দিবসে কোল ইন্ডিয়ার এই কর্মসূচি শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়, বরং কর্মীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। মেজর ধ্যানচাঁদের মতো কিংবদন্তি ক্রীড়াবিদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সেইসঙ্গে স্বাস্থ্য ও ফিটনেসকে কর্মজীবনের অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।
আরও পড়ুন :
“বঙ্গের ভোটার লিস্টে ১ কোটিরও বেশি ভুয়ো ভোটার”, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
মার্কিন চাপের মুখে এক হচ্ছে তিন পরমানু শক্তিধর দেশ : শি-পুতিন-মোদির ঐক্য