Waqf Controversy Kolkata
ক্লাউড টিভি ডেস্ক : কয়েকদিন আগে ভারতের বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ সহ কলকাতা (Waqf Controversy Kolkata)। এখন তা থমথমে পরিস্থিতি। মুর্শিদাবাদের কিছু অংশ জুড়েও যে আতঙ্ক দেখা দিয়েছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মুর্শিদাবাদে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি এলাকায় তারা টহল দিচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে এই টহল শুরু হয়েছে।
ওয়াকফ বিরোধী বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ, প্রাণহানিতে শোকের ছায়া
বিএসএফ-এর সঙ্গে নামছে কেন্দ্রীয় বাহিনী, পরিস্থিতি দেখতে মুর্শিদাবাদে ডিজি রাজীব কুমার
সার্বিক পরিস্থিতির ওপর রাজ্য প্রশাসনও কড়া নজর রাখছে। রবিবার পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ১৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওয়াকফ (সংশোধনী) আইন বাতিলের দাবি কেন্দ্র করে মুসলমানপ্রধান মুর্শিদাবাদ জেলায় শুক্রবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে শনিবার সকালে সামসেরগঞ্জের ধুলিয়ান পৌর অঞ্চলের অন্তর্গত জাফরাবাদ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার হলে উত্তেজনা আবারও বেড়ে যায়। বিভিন্ন জায়গা থেকে সংঘাতের খবর পাওয়া যায়। পরিস্থিতি রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে যান এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আরজি জানান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট স্পর্শকাতর কয়েকটি এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (সিএপিএফ) মোতায়েনের নির্দেশ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে (Waqf Controversy Kolkata)। এছাড়াও বিএসএফের সহযোগিতা নিয়েছে রাজ্য। আগেই স্থানীয় ৩০০ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছিল।
কলকাতার স্পর্শকাতর এলাকায় গণপরিবহণ চলাচল বেশ কম ছিল। রবিবার সকাল থেকেই স্পর্শকাতর এলাকাগুলোর অধিকাংশ জায়গায় দোকানপাট বন্ধ ছিল। বন্ধ রয়েছে ইন্টারনেট সেবাও।
আরও পড়ুন :