Paresh Rawal Urine Therapy
ক্লাউড টিভি : বলিউডের প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন, যা নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, হাঁটুর মারাত্মক চোট সারাতে তিনি টানা ১৫ দিন নিজের মূত্র পান (Paresh Rawal Urine Therapy) করেছিলেন।
পরেশ রাওয়াল জানান, রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘটক’ ছবির শুটিংয়ের সময় তিনি হাঁটুতে গুরুতর চোট পান। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসকেরা জানান, চোট সারতে কমপক্ষে দুই থেকে আড়াই মাস সময় লাগবে। এই অবস্থায় অজয় দেবগণের বাবা তাকে দিনের প্রথম প্রস্রাব পান করার পরামর্শ (Paresh Rawal Urine Therapy) দেন, যা দ্রুত সুস্থতার জন্য সহায়ক হবে বলে জানান।
Adopted Daughter জন্মের পরিচয় খুঁজে দেখেন—ফেসবুক ফ্রেন্ডলিস্টেই ছিলেন বাবা
প্রথমে পরেশ রাওয়াল এই পরামর্শে দ্বিধাগ্রস্ত হলেও, চোট থেকে মুক্তির আশায় তিনি পরামর্শ মেনে টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান (Paresh Rawal Urine Therapy) করেন। এরপর এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকরা অবাক হন, কারণ যে চোট সারতে দুই থেকে আড়াই মাস সময় লাগার কথা ছিল, সেখানে মাত্র দেড় মাসেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
Paresh Rawal said he drank his first urine of the day like beer for 15 days which helped him cure his disease. pic.twitter.com/jGuDv1fxfX
— Meer Rayees (@MeerRayeesM1) April 27, 2025
এদিকে, পরেশ রাওয়ালয়ের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। কেউ লিখছেন, “বমি পাচ্ছে।” আবার কারও দাবি, “মুখ খুললেই বিপদ।” অনেকে আবার বলছেন, “এসব ভুলভাল কথা বলে ভারতের নাম আর কত ডোবাবেন?” যদিও এই প্রথমবার নয়, এর আগে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মাছ নিয়ে বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে বিপাকে পড়েন তৎকালীন বিজেপি সাংসদ। সেই রেশ কাটতে না কাটতেই পরেশ রাওয়ালের মন্তব্য নিয়ে রীতিমতো হইচই। যদিও এভাবে যে সেরে ওঠা সম্ভব, তা মানতে নারাজ চিকিৎসকরা।
চিকিৎসকরা পরেশ রাওয়ালের এই অভিজ্ঞতাকে কুসংস্কার হিসেবে দেখছেন। তাদের মতে, মূত্রপান (Paresh Rawal Urine Therapy) কোনো চিকিৎসা পদ্ধতি নয় এবং এটি স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করতে পারে।
#PareshRawal #UrineTherapy #Bollywood #Health #Controversy #IndianCinema #AjayDevgn #KneeInjury #TraditionalMedicine #NetizenReactions
আরও পড়ুন :
Digha Jagannath Temple : দীঘাতে সাজো সাজো রব, উদ্বোধনের অপেক্ষায় জগন্নাথ মন্দির
কর্ণাটকের ৯৬ বছর বয়সী পপেটিয়ারের পদ্মশ্রী সম্মান: শিল্পের প্রতি অবিচল নিষ্ঠার উদাহরণ