Breaking News

dhaka beats delhi

দিল্লিকে হারিয়ে প্রথম স্থানে ঢাকা

১৯৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। আর শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা।

dhaka beats delhi in pollution level

dhaka beats delhi

ক্লাউড টিভি ডেক্স: শীত আসার পর থেকেই বায়ুদূষণ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই বায়ুদূষণের তালিকায় নাম উঠে আসছে মেঘাসিটি গুলোর নামl

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৯৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। আর শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। ২০৮ স্কোর বাংলাদেশের ঢাকার।

দিল্লির বাতাস জনস্বাস্থের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।

একই সময়ে ২০৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং ১৮০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ
ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এই প্রথম তৃণমূলের সংগঠনে ববির বিকল্প তৈরি হচ্ছে

ad

আরও পড়ুন: