DhoniOnFitness ParentingAdvice
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সম্প্রতি প্রকাশ্যে জানালেন তরুণ প্রজন্মকে নিয়ে তাঁর উদ্বেগের কথা। ক্রিকেট মাঠে যিনি তারুণ্যের প্রতীক ছিলেন, সেই ধোনি এবার নিজেই প্রশ্ন তুললেন আধুনিক প্রজন্মের ফিটনেস ও জীবনযাপন নিয়ে (DhoniOnFitness ParentingAdvice)।
রাঁচিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ধোনি বলেন,
“আজকালকার ছেলেমেয়েরা শারীরিক পরিশ্রম কম করছে। খেলার মাঠে দেখা যাচ্ছে না। এর প্রভাব সরাসরি পড়ছে ফিটনেসের উপর।”
ক্রিকেটারের উদ্বেগ, অভিভাবকের দৃষ্টিভঙ্গি
২০০৫ সাল থেকে ভারতের হয়ে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই তারকা কেবল মাঠের বিষয় নয়, নিজের পরিবারের কথাও তুলে ধরেছেন। ধোনি বলেন,
“আমার মেয়েও খেলাধুলা করে না। ও কোনো শারীরিক পরিশ্রমে আগ্রহ দেখায় না। তাই ভাবতে হচ্ছে, কীভাবে ওকে ব্যস্ত রাখা যায়। দৌড়ঝাঁপ না করলে শরীর ভালো থাকবে না—এটা সবাইকে বুঝতে হবে।”
একজন পিতা হিসেবে ধোনির এই বক্তব্য শুধুই ব্যক্তিগত নয়, বরং সমাজের একটি বড় অংশের বাস্তব চিত্র প্রতিফলিত করে।
ধোনি থামছেন না! পরের আইপিএলেও চেন্নাইকে নেতৃত্ব দিতে প্রস্তুত এমএস
অতীতের ময়দান: জ্যোতিষ গুহ থেকে ধীরেন দের সামনে তখন খেলোয়াড়দের মুখোমুখি হওয়াটাই ছিল বিরাট ব্যাপার
♂️ পরিশ্রম না করলে কমবে ফিটনেস
ধোনি স্পষ্ট করে বলেন,
“শুধু পড়াশোনা বা গ্যাজেটেই জীবন সীমাবদ্ধ নয়। শরীরচর্চা, খেলাধুলা বা সক্রিয় জীবনধারা না থাকলে শরীর ফিট থাকবে না। এই বার্তাটি প্রতিটি পরিবার, প্রতিটি স্কুলে পৌঁছানো দরকার।”
তিনি মনে করিয়ে দেন, একজন সুস্থ মানুষ গড়ে ওঠে শৈশব থেকেই, যেখানে শারীরিক পরিশ্রম, খেলাধুলা ও সুশৃঙ্খল রুটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বয়স ৪৪ হলেও মাঠে নিয়মিত
অবসর নেওয়ার পরও ধোনি এখনও আইপিএলে নিয়মিত। হাঁটুতে অস্ত্রোপচারের পরও ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছেন তিনি। তাঁর এমন ফিটনেসই আরও গুরুত্ব বাড়ায় তাঁর কথার। যে ব্যক্তি নিজেই নিজের শরীর নিয়ে এতটা সচেতন, তাঁর কাছ থেকে আসা সতর্কবার্তা তরুণ সমাজের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন :
পেলের বিশ্বকাপ পদক ও ‘হ্যান্ড অব গড’ ম্যাচে শিলটনের জার্সি উঠছে নিলামে
জাতীয় ক্রীড়া বিল পাস হলে রজার বিনি কি বিসিসিআই সভাপতি হিসেবে থাকতে পারবেন?