Breaking News

দুর্গাপুজো ২০২৬ তারিখ

পরের বছর পুজো কবে, জেনে নিন সম্পূর্ণ নির্ঘন্ট

২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘন্ট প্রকাশিত হয়েছে। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর এবং বিজয়া দশমী ২১ অক্টোবর।

২০২৬ সালে দুর্গাপুজো কবে? দেখে নিন সম্পূর্ণ নির্ঘন্ট

দুর্গাপুজো ২০২৬ তারিখ

ক্লাউড টিভি ডেস্ক : শারদোৎসব বাঙালির সবচেয়ে বড় উৎসব। প্রতিবছর পুজো শুরু হওয়ার অনেক আগে থেকেই সবার মনে প্রশ্ন জাগে—“পরের বছর পুজো কবে?” এবছর (২০২৫) দুর্গাপুজো এসেছিল বেশ তাড়াতাড়ি। ২১ সেপ্টেম্বর ছিল মহালয়া, আর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী। বিজয়া দশমী পালিত হয়েছে বৃহস্পতিবার, ২ অক্টোবর।

কিন্তু ২০২৬ সালে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তখন দেবীপক্ষ শুরু হবে আরও পরে। মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। এর এক সপ্তাহ পর ১৭ অক্টোবর, শনিবার ষষ্ঠী। এরপরের দিন ১৮ অক্টোবর, রবিবার সপ্তমী।

ক্রমশ—

  • ১৯ অক্টোবর, সোমবার মহাষ্টমী।

  • ২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমী।

  • ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী।

এরপর দেবী বিদায় নিলেও উৎসবের আবহ অব্যাহত থাকবে। ২৫ অক্টোবর, রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে।

হাত-পা না ধোয়া, চা, ধূমপান ও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, এ বার আদর্শ আচরণবিধি দুর্গাপুজোতেও

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন

ফলত ২০২৬ সালের দুর্গাপুজো হবে তুলনামূলকভাবে দেরিতে। পুজোর দিনগুলিতে সপ্তাহান্ত মিলে যাওয়ায় আনন্দে বাড়তি মাত্রা যোগ হবে। ষষ্ঠী ও সপ্তমী যথাক্রমে শনিবার ও রবিবার পড়ায় অনেকের জন্য ছুটি মিলে যাবে সহজেই। বিজয়া দশমী বুধবার হওয়ায় অফিসযাত্রীদের মাঝসপ্তাহে উৎসবের বিরতি পাওয়া যাবে।

ধর্মীয় বিশেষজ্ঞরা জানিয়েছেন, পঞ্জিকা অনুযায়ী এই ব্যবধান তৈরি হয়েছে চন্দ্র-সূর্যের গতির কারণে। এ কারণেই প্রতিবছর পুজোর তারিখ খানিকটা এদিক-ওদিক হয়। তবে একথা নিশ্চিত যে ২০২৬ সালে পুজোর আনন্দ আরও খানিকটা দেরিতে এলেও উৎসবের উচ্ছ্বাস থাকবে আগের মতোই।

আরও পড়ুন :

“পুরুষরা সন্তান জন্ম দিলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধ হতো না”

এশিয়া সফরের প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা ব্রাজিলের, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো ফিরেছেন আক্রমণভাগে

ad

আরও পড়ুন: