Breaking News

দুর্গা পুজো কার্নিভাল ২০২৫

২০১৬ সালের পর এবারই সবচেয়ে বড় দুর্গা পুজো কার্নিভাল, অংশ নিচ্ছে ১১৩টি পুরস্কারজয়ী পুজো কমিটি

দুর্গা পুজোর পরও উৎসবের আবহে মেতে উঠছে কলকাতা। ২০১৬ সালের পর এবারই সবচেয়ে বড় দুর্গা পুজো কার্নিভাল, যেখানে অংশ নিচ্ছে ১১৩টি পুরস্কারজয়ী পুজো কমিটি।

দুর্গা পুজো কার্নিভাল ২০২৫: ১১৩টি সেরা পুজোর মহা প্রদর্শনীতে মাতবে কলকাতা

দুর্গা পুজো কার্নিভাল ২০২৫

ক্লাউড টিভি ডেস্ক : দুর্গা পুজো শেষ হলেও, কলকাতার উৎসবের রেশ এখনো কাটেনি। বিজয়ার পরও শহরজুড়ে চলছে আনন্দ, উল্লাস ও সংস্কৃতির ছোঁয়া। সেই উৎসবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত রাজ্য সরকার ও কলকাতা পৌরসভা। কারণ, আসছে দুর্গা পুজো কার্নিভাল ২০২5 — যেখানে একসঙ্গে দেখা মিলবে শহরের সেরা পুজোগুলির শিল্পকর্ম, সাজসজ্জা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য প্রদর্শনী।

এই বছরের কার্নিভাল হতে চলেছে একটি ঐতিহাসিক আয়োজন, কারণ ২০১৬ সালে প্রথমবার কার্নিভাল শুরু হওয়ার পর এবারই সবচেয়ে বড় মাপের অনুষ্ঠান হতে চলেছে। এ বছর মোট ১১৩টি পুরস্কারজয়ী পুজো কমিটি অংশগ্রহণ করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। গত বছর যেখানে ৮৯টি পুজো অংশ নিয়েছিল, এবার সেই সংখ্যাটা বেড়ে রেকর্ড ছুঁয়েছে। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও প্রায় ১০০টি পুজো অংশ নিয়েছিল, কিন্তু এবার তা ছাড়িয়ে যাচ্ছে সব রেকর্ড।

কলকাতার রাস্তায় হবে এক অনন্য সাংস্কৃতিক উৎসবের প্রদর্শনী। প্রতিটি কমিটি তাদের নিজস্ব থিম, প্রতিমা ও শিল্পের উপস্থাপনা তুলে ধরবে এই কার্নিভালে। আলোর ঝলকানি, ঢাকের তালে তালে নাচ, সংগীত ও আবৃত্তির মিশ্রণে রাজপথ সাজবে উৎসবের রঙে।

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবারের কার্নিভালকে কেন্দ্র করে শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলকাতা পুলিশ, ট্রাফিক বিভাগ ও ফায়ার ব্রিগেডের পক্ষ থেকেও পুরো আয়োজনের ওপর নজর রাখা হবে। ভিআইপি গ্যালারি থেকে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী করেছিলেন বিমান ছিনতাই : ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহাও

“পুরুষরা সন্তান জন্ম দিলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধ হতো না”

দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ — কলকাতার প্রতিটি পুজোর প্রতিমার রূপ এবার ফুটে উঠবে একসাথে এই কার্নিভালে। বহু বিদেশি পর্যটকও অংশ নেবেন এই সাংস্কৃতিক শোভাযাত্রা উপভোগ করতে।

শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য আর একতার এই মহা মিলনে কলকাতা আবারও প্রমাণ করবে, কেন দুর্গা পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এক বিশ্বমানের সাংস্কৃতিক উদযাপন।

আরও পড়ুন :

নিমতৌড়িতে ঠাকুর তৈরির কারখানায় প্রায় ৪০টি মূর্তি ভাঙচুর, ক্ষুব্ধ স্থানীয়দের পথ অবরোধে অচল তমলুক-হলদিয়া রুট

বিশ্বের প্রথম মানুষ হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিকানা অর্জন করলেন

ad

আরও পড়ুন: