Breaking News

দুর্গাপুজো মেট্রো টাইম টেবিল ২০২৫

দুর্গাপুজোয় মেট্রো পরিষেবা: ব্লু, গ্রীন, ইয়েলো ও পার্পল লাইনের সম্পূর্ণ টাইম টেবিল

দুর্গাপুজোয় কলকাতার ভিড় সামলাতে চারটি মেট্রো করিডরে অতিরিক্ত ও রাতভর পরিষেবা চালানোর ঘোষণা যাত্রীদের জন্য দারুণ সুখবর। উৎসবের দিনে মেট্রো যাত্রা হবে আরও আরামদায়ক ও নির্বিঘ্ন।

দুর্গাপুজো মেট্রো টাইম টেবিল ২০২৫: ট্রেনের সময়

দুর্গাপুজো মেট্রো টাইম টেবিল ২০২৫

ক্লাউড টিভি ডেস্ক : দুর্গাপুজোর কটা দিন দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নএ পুজো দেখতে পারেন তাই পুজোর আগেই মেট্রো জানাল তাদের পুজোর সময় পরিষেবা নিয়ে। কত সংখ্যক ট্রেন চলবে, অতিরিক্ত ট্রেন চলবে কি না সবটাই জানিয়ে দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার।

মেট্রো রেল সূত্রে খবর, পঞ্চমী (২৭ সেপ্টেম্বর) থেকে দশমী (২ অক্টোবর) পর্যন্ত ব্লু, গ্রিন, ইয়েলো ও পার্পল লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে বিশেষ আকর্ষণ— সপ্তমী, অষ্টমী ও নবমীতে (২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর) ব্লু ও গ্রিন লাইনে সারারাত মেট্রো চলবে।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর– কবি সুভাষ):
পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৬২টি পরিষেবা।
ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ২৪৬টি পরিষেবা।
সপ্তমী–অষ্টমী–নবমী (২৯ সেপ্টেম্বর–১ অক্টোবর): দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ২৪৬টি পরিষেবা, সারারাত চলবে।
দশমী (২ অক্টোবর): দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৩২টি পরিষেবা।
গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ৫)

পঞ্চমী: সকাল ৭:৩০ থেকে রাত ১১:১৬ পর্যন্ত ২২৫টি পরিষেবা।
ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১:২৮ পর্যন্ত ১৮৪টি পরিষেবা।
সপ্তমী–অষ্টমী–নবমী: দুপুর ১:৩০ থেকে ভোর ৪:১৮ পর্যন্ত ১৯২টি পরিষেবা, সারারাত চলবে।
দশমী: দুপুর ১:৩০ থেকে রাত ১০:৩২ পর্যন্ত ৭৪টি পরিষেবা।
ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর)

পঞ্চমী ও ষষ্ঠী: বিকেল ৩টা থেকে রাত ১০:৩৫ পর্যন্ত ৬০টি পরিষেবা।
সপ্তমী–অষ্টমী–নবমী: বিকেল ৩টা থেকে রাত ১০:৫০ পর্যন্ত ৬২টি পরিষেবা।
দশমী: বিকেল ৩টা থেকে রাত ৯:২০ পর্যন্ত ৫০টি পরিষেবা।
পার্পল লাইন (জোঁকা-মাঝেরহাট)

পঞ্চমী থেকে দশমী: প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০:৫৫ পর্যন্ত ৩৮টি পরিষেবা, ২৫ মিনিট অন্তর।

অরেঞ্জ লাইন:
এই সময়ে কোনও পরিষেবা থাকবে না।

যাত্রীদের জন্যও কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে মেট্রোর পক্ষ থেকে। মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে—

**স্মার্ট কার্ড, ট্যুরিস্ট স্মার্ট কার্ড অথবা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে।
**QR ভিত্তিক মোবাইল টিকিট ও কাগজের QR টিকিটও থাকবে।
**ট্যুরিস্ট কার্ডে ৩ থেকে ৫ দিনের জন্য আনলিমিটেড ভ্রমণের সুবিধা মিলবে।
**ভিড় এড়াতে যাত্রীরা যেন ট্রেনের দরজা আটকে না রাখেন এবং প্রয়োজনে পরের ট্রেনের জন্য অপেক্ষা করেন।

আরও পড়ুন :

পড়ার চশমাকে বিদায়? এক ঘণ্টায় দৃষ্টিশক্তি ফিরিয়ে আনছে নতুন চোখের ড্রপ

সংযুক্ত আরব আমিরাতে ফোরামের আলোচনায় সাঈদ আল কেতবি

ad

আরও পড়ুন: