Breaking News

Garh Panchokot

Garh Panchokot : প্রকৃতির আশ্চর্য সৌন্দর্যের মাঝে ঐতিহাসিক গড় পঞ্চকোট

পুরুলিয়া শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ঐতিহাসিক স্থান গড় পঞ্চকোট। পাহাড়ের পদ দেশে এক মনোরম পরিবেশে এই ঐতিহাসিক স্থানটি রয়েছে।

Garh Panchokot weekend gateway from kolkata

Garh Panchokot

ক্লাউড টিভি ডেক্স : পুরুলিয়া শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ঐতিহাসিক স্থান গড় পঞ্চকোট (Garh Panchokot)। পাহাড়ের পদ দেশে এক মনোরম পরিবেশে এই ঐতিহাসিক স্থানটি রয়েছে।১৬০০ খ্রিস্টাব্দে পঞ্চকোটের রাজাদের নির্মিত বেশ কয়েকটি দুর্গের ধ্বংসাবশেষ এখানে রয়েছে। ১৮ শতকের বর্গি আক্রমণের জন্য এই বিচ্ছিন্ন, শান্ত এবং নির্মল উপত্যকাটি বিভিন্ন ধরণের পাখির কিচিরমিচির এবং সিম্ফনিতে অনুরণিত হয়। প্রকৃতির আশ্চর্য সৌন্দর্যের পাশাপাশি গড়পঞ্চকোট (Garh Panchokot)।

কিভাবে পৌছব:
বিমান পথে-
পুরুলিয়ার নিকটতম বিমানবন্দর হল নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে। সেখান থেকে বাস বা ট্রেনে করে পুরুলিয়া যেতে পারবেন।

ট্রেন পথে:
হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া এক্সপ্রেস(১২৮২৭) রয়েছে। ও ট্রেনে করে সরাসরি পুরুলিয়া যাওয়া যায়। কলকাতা থেকে নিয়মিত ছাড়িয়ে ট্রেনটি। এছাড়া আছে – চক্রধরপুর এক্সপ্রেস (১৮০১১), রূপসীবাংলা এক্সপ্রেস (১২৮৮৩), ইত্যাদি। কলকাতা থেকে পুরুলিয়া যেতে সময় লাগে মোটামুটি ৫ ঘন্টা ২৫ মি।

সড়ক পথে :
এছাড়া সড়কপথে কলকাতা এবং বাঁকুড়া, আসানসোল, বোকারো, জামশেদপুর, রাঁচি এবং রাজ্যের অন্যান্য অংশের মতো আশেপাশের শহরগুলির সাথে ভালভাবে যুক্ত।

থাকার জন্য:
থাকার জন্য যোগাযোগ করতে পারেন –
পাঞ্চেত রেসিডেন্সি” বলে একটা ইকো-রিসর্টও আছে।(Garh Panchokot)
এছাড়া পশ্চিমবঙ্গ ট্যুরিজমের অফিস রয়েছে ডালহাউসিতে। এখান থেকে সব রকম খবরাখবর পাবেন। থাকার জন্য বুকিং ও করা যেতে পারে এখান থেকে।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

আরও পড়ুন :

জম্মু ও কাশ্মীরে চালু হল উবের শিকারা (UBER SHIKARA) পরিষেবা

Fast Food : ফাস্ট ফুড খেলে কোন ৪ রোগ হয় জানেন?

ad

আরও পড়ুন: