জার্মানিতে বড় পরিবারের সংখ্যা বাড়ছে: অভিবাসী পরিবারই প্রধান চালক

জার্মানিতে আবারও বাড়ছে বড় পরিবারের সংখ্যা। অভিবাসী পরিবারগুলোই এই বৃদ্ধির মূল উৎস। দেশটির পরিসংখ্যান ব্যুরো ডেস্টাটিস জানিয়েছে, ২০২৪ সালে তিন বা তার বেশি সন্তান রয়েছে এমন পরিবারের হার পৌঁছেছে ২৬ শতাংশে—যার পেছনে রয়েছে ২০১৫ সালের অভিবাসন ঢেউয়ের দীর্ঘমেয়াদি প্রভাব