এ এক অন্য নেতাজি, ৩০-৪০ কাপ চা ও সিগারেট রোজ! ছানার পদ হলে কথাই নেই! আর কী কী খেতে ভালবাসতেন নেতাজি!

সকাল ঠিক আটটায় বসতেন প্রাতরাশে। প্রাতরাশে থাকতো দুটো সিদ্ধ ডিম আর দু’কাপ চা (Netaji Tea Addction)। চা অবশ্য সর্বক্ষণ খেতেন।