Packing Technique
সুজিত চক্রবর্তী: কোথাও বেড়াতে যাওয়ার আগে ব্যাগ গোছানোটা অনেকের কাছেই জটিল এক কাজ (Packing Technique)। এত এত পোশাক, তার মধ্যে থেকে কোনটা নেব? কটা নেব? বেড়াতে গিয়েও নিজেকে ফ্যাশনেবল রাখতে বেছে নিতে পারেন ৫-৪-৩-২-১ মেথড।
৫-৪-৩-২-১ মেথড কী?
৫-৪-৩-২-১ মেথড মূলত একটি প্যাকিং টেকনিক (Packing Technique)। ট্যুরে কোন জামা নিয়ে যাব, কোনটা কখন পরব, এই নিয়ে চিন্তা ভাবনার শেষ নেই। সেই ট্যুর এক সপ্তাহের হোক কিংবা দুই দিনের, পোশাক হওয়া চাই ফিটফাট। অনেকে তো সপ্তাহখানেক আগে থেকেই শুরু করে দেন ব্যাগ গোছানো। তাই বলে ব্যাগভর্তি জামাকাপড় নিয়ে তো ট্যুরে রওনা দেওয়া সম্ভব নয়।
এ জন্য প্রয়োজন সঠিক প্যাকিং টেকনিক (Packing Technique)। তেমনই এক টেকনিক বাতলে দিয়েছেন ট্রাভেল ভ্লগার জেনেভা ভ্যান্ডারজিল। কাজের জন্য বছরে প্রায় ১৫০ দিন বাড়ির বাইরে থাকতে হয় জেনেভাকে। তবে এত কিছুর মধ্যেও নিজের ফ্যাশন স্টাইলকে অবহেলা করেন না তিনি। বরং এত দিনের ভ্রমণ অভিজ্ঞতা থেকে মহিলাদের জন্য তৈরি করেছেন অনন্য একটি প্যাকিং মেথড। যেখানে প্রয়োজন আর স্টাইল—দুইটিই প্রাধান্য পাবে।
কী থাকছে এই মেথডে?
মহিলাদের জন্য তৈরি এই প্যাকিং মেথডে পোশাককে পাঁচটি আলাদা ভাগে ভাগ করা হয়েছে। এমনভাবে প্যাকিং করা হয়েছে, যাতে ট্যুর দুই দিনের হোক কিংবা দুই সপ্তাহ, স্টাইলে কোনোভাবেই ভাটা না পড়ে। এই মেথডে কী কী জায়গা পাচ্ছে ব্যাগে? পাঁচটি টপস, চারটি বটমস, তিন জোড়া জুতা, দুটি ড্রেস, এক সেট অ্যাক্সেসরি। এভাবে পোশাক নিলে ২০ ভাবে সেগুলো পরা সম্ভব। রিডার্স ডাইজেস্টে নিজের সর্বশেষ ট্যুরের প্যাকিং লিস্ট শেয়ার করেছেন ভ্লগার জেনেভা ভ্যান্ডারজিল।
পাঁচটি টপস:
একটি সাদা টি-শার্ট, একটি কালো টি-শার্ট, একটি গোলাপি টপস, একটি ব্লেজার ও একটি ডেনিম জ্যাকেট।
চারটি বটমস:
দুটি জিনস, একটি কালো ট্রাউজার, একটি স্কার্ট।
তিন জোড়া জুতা:
এক জোড়া স্নিকার্স, এক জোড়া হিলস, এক জোড়া স্যান্ডেল।
দুটি ড্রেস:
একটি ফ্লোরাল ড্রেস ও একটি জাম্পার।
এক সেট অ্যাক্সেসরি:
ক্লাচ, জুয়েলারি ব্যাগ, সানগ্লাসসহ আনুষঙ্গিক টুকিটাকি জিনিসপত্র।
রিডার্স ডাইজেস্টকে জেনেভা বলেন, ৫-৪-৩-২-১ মেথড আমার বিশেষ পছন্দ। কারণ, এটি মনে রাখা যে রকম সহজ, তেমনই যেকোনো সময়ে চাইলেই সম্পূর্ণ নতুন একটা আউটফিট পরতে পারি। এ ছাড়াও ঘুরতে যাওয়ার আগে ওভারপ্যাকিংয়ের দুশ্চিন্তা থাকে না। একটি ব্যাগ থেকেই মোট ২০টি আলাদা আলাদা আউটফিট তৈরি করা সম্ভব। সকালে যদি ব্লেজারের সঙ্গে জিনস পরি, তবে রাতে জিনসের সঙ্গে জ্যাকেট বা টপস। এভাবে মিক্স করে পোশাক পরলে একটি পোশাক দিয়েও অনেকগুলো কম্বিনেশন করা সম্ভব।
খেয়াল রাখবেন:
সঙ্গে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কোথায় ঘুরতে যাচ্ছেন, কী কী দেখবেন, কোথায় সময় কাটাবেন; ঘুরতে যাওয়ার আগেই আনুষঙ্গিক বিষয়গুলো ঠিক করে নিন। এতে করে জায়গা অনুযায়ী আগেই পোশাক পছন্দ করে নিতে পারবেন।
এ ছাড়াও লোকেশনের ওপর ভিত্তি করে রং বাছাই, বিভিন্ন অলংকার কিংবা হ্যান্ডব্যাগ পোশাকের সৌন্দর্যকে বাড়িয়ে দিতে পারে বহুগুণ। এ ছাড়াও কোথাও ঘুরতে যাওয়ার আগে যাত্রাপথে সবচেয়ে ভারি জামাকাপড় পরে বের হন। বিশেষ করে বিমানে করে কোথাও গেলে (যেখানে লাগেজের ওজনের সীমাবদ্ধতা আছে) সেখানে বাড়তি বিপত্তিতে পড়তে হবে না। লম্বা ট্রিপে গেলে অবশ্যই ডিটারজেন্ট সঙ্গে নেবেন। এতে করে পোশাক ময়লা হলে সহজেই ধুয়ে আবার পরতে পারবেন।
তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট
আরও পড়ুন : https://cloudtv.news/lifestyle/winter-remedy-tulsi-and-ginger/
x (twitter) – https://x.com/cloudTV_NEWS