Breaking News

panchgani

পঞ্চগনী (Panchgani)নিসর্গের উপত্যকা

মহা বালেশ্বর এর যমজ শৈল শহর বলা হয় পঞ্চগনিকে (Panchgani)। নিসার্গের উপত্যাকা। মহা বালেশ্বর থেকে পঞ্চগনির দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার।

Panchgani and mahabalesar twin town 20 km away

panchgani

ক্লাউড টিভি ডেক্স: মহা বালেশ্বর এর যমজ শৈল শহর বলা হয় পঞ্চগনিকে (Panchgani)। নিসার্গের উপত্যাকা। মহা বালেশ্বর থেকে পঞ্চগনির দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটাaর। মহা বালেশ্বর থেকে দিনে দিনে পঞ্চগনি (Panchgani) দেখে ফিরে আসা যায়। মহা বালেশ্বর এর মত এখানেও অনেকগুলি ভিউ পয়েন্ট আছে। পঞ্চগনির (Panchgani) টেবিল ল্যান্ড পাহাড়টি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। উচু পাহাড়ের চূড়ায় একদম টেবিলের মতো সমতল। তাই পাহাড়ের এরূপ নামকরণ। পঞ্চগনিতে কয়েকটা অপূর্ব সুন্দর ঝরনা ও আছে।

আর কি দেখবেন:
পঞ্চগনি পথের মাহারের ২৭ কিমি দূরে ছত্রপতি শিবাজীর রাজধানী তথা রায়গড় দুর্গ, রয়েছে উষ্ণ জলের প্রস্রবণ ও বৌদ্ধ গুহা। থাকার ইচ্ছা থাকলে থাকতে পারবেন এখানকার এমটিডিসি হলিডে রিসোর্ট এ।তবে মনসুনে হলিডে রিসোর্ট বন্ধ থাকে। এই পথে আর এক আকর্ষণ পীর সাহেবের দরগা। ইচ্ছা পূরণের জন্য প্রসিদ্ধি এই দরগায় আছে অলৌকিক পাথর। যা নাকি পীর বাবার নাম করে ১১ জন পুরুষের আঙুলের ছোঁয়ায় এই অলৌকিক পাথর খন্ড উঠে যায় শূন্য- এ।

কিভাবে যাবেন:
পুনে মহা বালেশ্বর পথে পুনে থেকে ১০২ কিমি দূরে ১৩৩৪ মিটার উঁচুতে এই পাহাড়ি শহরের অবস্থান। পুনে মহা বালেশ্বর প্রভৃতি জায়গা থেকে বাস আসছে পঞ্চগনিতে (Panchgani)।

কোথায় থাকবেন:
থাকার জন্য এই শৈল শহরে রয়েছে হোটেল লজ। তবে সংখ্যায় খুব একটা বেশি নয়। হোটেল চার্জ উচ্চমানের। রাজ্য পর্যটনের হোটেল ফাইভ হিলসে থাকার জন্য ভালো ব্যবস্থা আছে। এছাড়া থাকা যাবে এখানকার গুজরাটি ধরমশালায়।

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

যোগাযোগ:
পঞ্চগনি (Panchgani) স্টোরস, পঞ্চ গনি।
মুম্বাই বুকিং:
শ্রী এ পি গুরুদোয়া টকি ওয়ালা বিল্ডিং, ১০২ বেনিয়ান রোড,৪০০ ০০৩।

জেনে রাখুন:
বেড়াবার মরসুম :
মহা বালেশ্বর এর মত অর্থাৎ অক্টোবর থেকে জুন ও অক্টোবর থেকে নভেম্বর
মাস।
আবহাওয়া:
জলবায়ু খুব মনোরম ।শীতের দিনেও আরাম। মারাত্মক শীত থাকে না। মোটামুটি একটা সোয়েটার বা উলের চাদরই যথেষ্ট।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

আরও পড়ুন : মহারাষ্ট্রে যে ‘মোদিবিহীন’ ফর্মুলা কার্যকর হয়েছে, বাংলার ক্ষেত্রেও কি তেমনই ভাবছে গেরুয়া বাহিনী?

বাগমুন্ডির পাহাড় আর অরণ্যের মাঝে অপরূপ সুন্দর খয়রাবেরিয়া (KHAIRABERA)

ad

আরও পড়ুন: