শালবনিতে স্টিল প্ল্যান্ট তৈরির ঘোষণার ঠিক দু বছরের মাথায় সৌরভ গাঙ্গুলি নিয়ে আসলেন এথনিক পোশাক ব্র্যান্ড ‘সৌরাগ্যা’

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি চালু করলেন নিজের এথনিক পোশাক ব্র্যান্ড ‘সৌরাগ্যা’। উদ্বোধনীতে নিজেই র‍্যাম্পে হাঁটলেন তিনি।