SRK LA Villa AIRBNB`
ক্লাউড টিভি ডেস্ক : বলিউডের বাদশা শাহরুখ খানের বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে ভক্তরাতো অনেক কিছুই শুনেছেন। এবার শুনুন একটা দারুণ খবর (SRK LA Villa AIRBNB)। চমকে উঠবেন।
মুম্বাইয়ে শহরের সেই দর্শনীয় বাড়ি মন্নত ছাড়াও পৃথিবীর বিভিন্ন শহর দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়াসহ আরো একাধিক শহরে তার বাড়ি রয়েছে। যুক্তরাষ্ট্র্র্রের লস অ্যাঞ্জেলসে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িটি ভাড়া দেন শাহরুখ খান। অবসর যাপন করতে সে বাড়িতে থাকতে পারেন যে কেউ। সুতরাং আপনিও থাকতে পারেন। তার জন্য কত টাকা আপনাকে খরচ করতে হবে তা জানেন?
এক সময় ছিলেন খামারের কৃষক, এখন তিনি ভারতীয় ক্রিকেটে সুপারস্টার!
শাহরুখের লস অ্যাঞ্জেলেসের বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’ (SRK LA Villa AIRBNB)। সান্তা মনিকা থেকে পাঁচ মিনিটের পথ। হেঁটেও যেতে পারেন। এ বাড়ি সাদা ও বেইজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, এক পাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত বিরাট বিরাট দামি আয়নায়। রয়েছে তাক লাগানো সব ঝাড়বাতি। এ ছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছয়টি কামরার এ ভিলাতে মাঝেমধ্যে অবসর কাটাতে আসেন বলিউডের বাদশা। অভিনেতার এ বাড়িতে তাই থাকার খরচ নেহাত কম নয়। এ বাড়ির প্রতি রাতে ভাড়া ১ লাখ ৯৬ হাজার টাকা। বুঝতে পারছেন, প্রায় ২ লাখ টাকা! অনুশকা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজল’ ছবির শুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই (SRK LA Villa AIRBNB) কাটিয়েছিলেন শাহরুখ।
শাহরুখ সম্প্রতি তার বান্দ্রার সমুদ্রমুখী বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলের একটি আবাসন বিরাট অঙ্ক দিয়ে ভাড়া নিয়েছেন। ‘মান্নাত’-এর অন্দরসজ্জা নাকি একেবারে বদলে যাবে। সেই সংক্রান্ত কাজ শুরু হয়েছে বাড়িতে। তাই আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলের বাড়িতে থাকবে খান পরিবার।
আরও পড়ুন :
পুমার সঙ্গে পথচলা শেষ, এবার নিজের ব্র্যান্ড ‘ওয়ান৮’ নিয়ে নতুন মিশনে বিরাট কোহলি
সৌদি সরকারের ঘোষণা: ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না