HillStationsIndia
১৫ মে ২০২৫ (ক্লাউড টিভি): তাপমাত্রা যেন আগুন ছুড়ছে! শহরের রাস্তায় বেরোলেই শরীর ঘেমে একাকার। অফিস কিংবা স্কুলে যাওয়ার পথে এই অসহনীয় গরম থেকে কিছুটা রেহাই পেতে কেউ কেউ ছুটছেন পাহাড়ে। আবার স্কুলে গরমের ছুটিও পড়েছে। তাই পরিবার নিয়ে ঠান্ডা জায়গায় (HillStationsIndia) ঘুরে আসার পরিকল্পনা করছেন অনেকেই। আপনার ভ্রমণ পরিকল্পনায় সাহায্য করতে আমরা সাজিয়ে দিলাম ভারতের এমন কয়েকটি গন্তব্য যেখানে গরমে মিলবে স্বস্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক মিশেল।
কেরলের পশ্চিমঘাট পর্বতের কোলে অবস্থিত মুন্নার, ভারতের অন্যতম সুন্দর শৈলশহর। ব্রিটিশ আমল থেকেই এখানে চা-বাগান ঘিরে তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রয়েছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, যেখানে দেখা মিলবে বিরল কিছু পশুপাখির। পাশাপাশি রয়েছে লক্কম জলপ্রপাত, আত্তুকাদ ও নাইনাক্কাডুর মতো দর্শনীয় জলপ্রপাত। যারা শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটাতে চান, মুন্নার হতে পারে তাদের জন্য উপযুক্ত।
মানালি থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের সোলাং ভ্যালি গ্রীষ্মকালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানকার ঠান্ডা আবহাওয়ার পাশাপাশি রয়েছে অ্যাডভেঞ্চারের দারুণ সুযোগ। প্যারাগ্লাইডিং, ট্রেকিং, ক্যাম্পিং—সবই মিলবে এখানে। ঘন জঙ্গল আর বরফে ঢাকা পাহাড়ঘেরা এই উপত্যকা অ্যাডভেঞ্চারপ্রেমীদের স্বর্গরাজ্য।
কর্ণাটকের কোদাগু জেলার সবুজ পাহাড়ে ঘেরা শৈলশহর কুর্গ। এখানে রয়েছে কাবেরী নদীর উৎস, প্রাকৃতিক ঝরনা, কফির বাগান, এবং ঘন জঙ্গল। শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত, স্নিগ্ধ পরিবেশ যেখানে আপনি পারবেন ট্রেকিং, রিভার রাফটিং, কায়াকিং ও জিপলিং-এর মতো নানা অ্যাক্টিভিটিতে অংশ নিতে। বাঙালিদের মধ্যে কুর্গের জনপ্রিয়তা এখন তুঙ্গে।
মহারাষ্ট্রের পাহাড়ি শহর পঞ্চগনি গরমে স্বস্তি খুঁজে পাওয়ার আরেক আদর্শ জায়গা। মহাবালেশ্বর থেকে মাত্র আধঘণ্টার পথ, এখানে রয়েছে সিডনি পয়েন্ট, ধুম ধাম লেক, লিঙ্গমালা জলপ্রপাত ও বিখ্যাত টেবলল্যান্ড। দুপুরে সূর্যের আলোয় পাহাড়ের সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনি সন্ধ্যায় হিমেল বাতাস মনকে করে তোলে প্রশান্ত।
তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে অবস্থিত উটি অর্থাৎ উধাগমণ্ডলম, দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় শৈলশহর। পাইনের বন, চা-কফির বাগান, লেক এবং জলপ্রপাত ঘেরা উটির আবহাওয়া বছরের প্রায় সব সময়ই মনোরম। পরিবারের সঙ্গে সময় কাটাতে কিংবা নতুন কিছু আবিষ্কারের জন্য উটি হতে পারে নিখুঁত গন্তব্য।
এই গরমে তাই আর দেরি না করে ব্যাগ গুছিয়ে রওনা দিন স্বস্তির খোঁজে। প্রাকৃতিক ঠান্ডা হাওয়ার মাঝে ঘুরে আসুন ভারতের এই মনোমুগ্ধকর শৈলশহরগুলো থেকে।
#SummerTravel #CoolDestinations #HillStationsIndia #Munnar #SolangValley #Coorg #Panchgani #Ooty #BeatTheHeat #NatureEscape
আরও পড়ুন :
কান উৎসবে যাচ্ছেন না আলিয়া ভাট, ঐশ্বরিয়া থাকছেন আগের মতোই আলোচনায়
প্রায় এক দশক পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন আমির খান ও রাজকুমার হিরানি