betla national park
ক্লাউড টিভি ডেক্স : পালামৌ জঙ্গলের প্রায় আড়াইশো বর্গ কিলোমিটার অংশ বেতলা ন্যাশনাল পার্ক (betla national park)। জনপ্রিয় রাঁচি থেকে প্রায় ১৫৬ কিলোমিটার দূরে শাল মহুয়া শিশু কেন্দু ও সমগোত্রীয় বৃক্ষ শোভা পাচ্ছে এই অরণ্য। প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য রাঁচি থেকে রাতু লাতেহার হয়ে ডালটনগঞ্জ পথে ডালটনগঞ্জের ১০ কিলোমিটার আগে বাম দিকে চলে গেছে পথ বেতলার (betla national park)দিকে আরও ১৩ কিলোমিটার। বেতলার জঙ্গল হাতি হরিণ সম্বর বাঘ ও বাইসনের অবাধ বিতরণ ক্ষেত্র।
দিনে দুবার তাতে প্রবেশেরিকার মেলে। সকাল ছয়টা থেকে দশটা এবং দুপুর দুটো থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত। সকালে হাতির পিঠে সওয়ার হয়ে জঙ্গল ভ্রমণ ও সন্ধ্যায় গাড়িতে।
বেতলা ন্যাশনাল পার্কের (betla national park) তোরণকে ডান দিকে রেখে সোজা পথে একটু এগিয়ে বাম দিকে এঁকেবেঁকে পথ চলে গেছে প্রাচীন কেল্লার দিকে। সুবিশাল এই কেল্লার সামান্য অংশই এখন জঙ্গলের গ্রাস থেকে উন্মুক্ত এবং পর্যটকদের নাগালের মধ্যে। বিশাল পাকার, মসজিদ, তোরণ সর্বোত্তই রয়েছে মুঘল স্থাপত্য রীতির স্পষ্ট ছাপ। কেল্লার মূল
সুউচ্চ অংশের অধিকাংশ জঙ্গলের গ্রাসে। কয়েকটি পিলার ও তোরণ গাত্র উচু টিলার ওপরে চোখে পড়ে। পর্যটকদের যাওয়ার জন্য উন্মুক্ত অংশের প্রাকারের ওপরে উঠলে এই সুবিশাল কেল্লার বিস্তার সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া যায়। জঙ্গল ও তার প্রাণীদের দর্শনের চেষ্টার সঙ্গে প্রাচীন ঐতিহাসিক এই কেল্লার ধ্বংসস্তূপ দর্শন বেতলা ভ্রমণকে স্মরণীয় করে রাখবে।
বেতলা জাতীয় উদ্যানে (betla national park) একটু সময় হাতে নিয়ে এলে সহজেই চোখে পড়বে হরিণ বাইসন ময়ূর বাদর হনুমান ও নানা ধরনের পাখি। সন্ধ্যার দিকে ওয়াচ টাওয়ারের কাছে হাতি দেখতে পাওয়ার সম্ভাবনাও বেশি। তবে বাঘ দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। তার জন্য জঙ্গলের মধ্যে সল্টলিক পয়েন্ট আর জলাশয়ের আশপাশের ওয়াচ টাওয়ারে অপেক্ষা করা সুবিধাজনক।
বেতলা কিভাবে যাবেন:
নেতারহাট থেকে ভাড়া গাড়িতে বাসে সরাসরি বেতলা যাওয়া যায়।এই পথটি গেছে মহুয়াঢাড় হয়ে। এছাড়া নেতারহাট থেকে কুরু হয়ে ডালটনগঞ্জ যাওয়া যায়। ডালটনগঞ্জ থেকে বেতলা দূরত্ব ২৫ কিলোমিটার। হাওড়া থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস যাচ্ছে ডালটনগঞ্জ। তাছাড়া হাওড়া ভূপাল এক্সপ্রেস যাচ্ছে ডালটনগঞ্জ।
কোথায় থাকবেন:
ঝাড়খন্ড পর্যটনের হোটেল বনবিহার। এছাড়া রয়েছে টাইগার প্রজেক্ট বাংলো। বন বিভাগের দুটি ট্রি হাউস ও চারটি কটেজ আছে এখানে।
বুকিং এর জন্য যোগাযোগ:
ডিরেক্টর, প্রজেক্ট টাইগার (জেল কম্পাউন্ড), বেতলা, পোস্ট: ডালটনগঞ্জ, পালামৌ।
খেয়াল রাখবেন:
জঙ্গলের পথে গাড়ি থেকে নামা নিষিদ্ধ। গাইড অবশ্যই সঙ্গে রাখবেন। ছোট গাড়ি ভাড়া ২০০ টাকা, ক্যামেরা ১০০ টাকা। গাইডের খরচ ২০০ টাকা।
Garh Panchokot : প্রকৃতির আশ্চর্য সৌন্দর্যের মাঝে ঐতিহাসিক গড় পঞ্চকোট