Breaking News

Kashmir Travel Alert

পেহেলগামে জঙ্গি হামলা: কাশ্মীরে ভ্রমণ বাতিলের হিড়িক

কাশ্মীর হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত ৫ দিনে পর্যটক বুকিং ৬৫ শতাংশ কমে গেছে।

Kashmir Travel Alert: Tourism Industry in Trouble %%page%% %%sep%% %%sitename%%

Kashmir Travel Alert

ক্লাউড টিভি ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর আতংক ছড়িয়েছে পর্যটন শিল্পে (Kashmir Travel Alert)। এর ফলে ভ্রমণ বাতিলের হিড়িক পড়েছে। এই খবর দিচ্ছে ট্র্যাভেল এজেন্সিগুলো।

হামলার পর কাশ্মীরে পর্যটনের ভরা মৌসুমে শঙ্কার ছায়া ফেলেছে। বিশেষ করে দাবদাহপ্রবণ হায়দরাবাদের পর্যটকদের দ্বিধায় ফেলে দিয়েছে, যারা উপত্যকার শীতল হাওয়ার পরশ চাইছিলেন।

ট্যুর অ্যান্ড ট্র্যাভেল এজেন্সি ৬৮এম হলিডেজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুর্তজা বলেছেন, “শ্রীনগরের পথে রওনা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে হায়দরাবাদের ছয় সদস্যের একটি পরিবার পেহেলগাম দর্শনসহ প্রিমিয়াম হলিডে প্যাকেজ বাতিল করে। হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে ফোন করে সবকিছু বাতিল করতে বলে। আমাদের তা ছাড়া আর কোনো উপায় ছিল না।”

ট্যুর অপারেটররা বলছেন, পেহেলগামের ঘটনার ব্যাপক প্রভাব দেখা দিতে পারে কাশ্মীরের পর্যটন শিল্পে (Kashmir Travel Alert)।

মুর্তজা বলেছেন, “কোভিডের পর কাশ্মীরই আমাদের সবচেয়ে বেশি বুকিংয়ের গন্তব্য। আমরা জম্মু-কাশ্মীরে বছরে সাধারণত ৭০০ থেকে ৮০০ বুকিং ব্যবস্থাপনা করি এবং মে ও জুন মাসে পর্যটকদের চাহিদা সবচেয়ে বেশি থাকে।”

বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

বিশ্বের শীর্ষ ধনী শহরের তালিকায় স্থান পেল দুবাই

পেহেলগামের বিপর্যয় এমন এক সময়ে ঘটল, যখন রাজ্যটিতে রেকর্ড ভাঙা পর্যটকের আনাগোনা দেখা যাচ্ছিল।

জম্মু-কাশ্মীরের ২০২৪-২৫ সালের অর্থনৈতিক সমীক্ষায় গেল বছর ইতিহাস গড়া দুই কোটি ৩৬ লাখ দর্শনার্থীর কথা বলা হয়েছে। এর মধ্যে ৬৫ হাজার ৪৫২ জন বিদেশি পর্যটক, অমরনাথ যাত্রার ৫ দশমিক ১২ লাখ তীর্থযাত্রী এবং বৈষ্ণোদেবী মন্দিরের ৯৪ দশমিক ৫৬ লাখ ভক্ত রয়েছেন।
ক্লাউডজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিম বলেছেন, ভারতে অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে গত তিন বছর ধরে কাশ্মীর উপত্যকা পছন্দের তালিকায় শীর্ষে ছিল।

“আমরা কেবল মে ও জুনে হায়দরাবাদ থেকে দুই-তিনশ কাশ্মীরগামী বুকিং পাই। এই আক্রমণ অবশ্যই পর্যটনকে প্রভাবিত করবে। মে মাসে যাদের ভ্রমণের তারিখ রয়েছে, আপাতত, আমরা তাদের অপেক্ষা করতে বলছি। কিন্তু এখনকার ভ্রমণ বাতিল করা হচ্ছে।

পর্যটনে প্রভাব পড়ার যে শঙ্কা তৈরি হয়েছে, তা ইতোমধ্যে হায়দরাবাদে ফুটে উঠেছে। শ্রীনগরে প্রতিদিন দুটি সরাসরি ফ্লাইট রয়েছে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। তাদের এবং ট্র্যাভেল এজেন্সিগুলোর কাছে বুক করা টিকেট বাতিলে প্রচুর কল আসছে।

আবার জম্মু ও কাশ্মীরে থাকা অনেক পর্যটক তাদের সফর সংক্ষিপ্ত করে দ্রুত ফিরতে চাইছেন। ফলে ফিরতি পথের টিকেটের চাহিদা বেড়ে গেছে।

পরিস্থিতি সামাল দিতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। এয়ারলাইনগুলোকে ক্ষতিগ্রস্ত যাত্রীদের পাশে থাকতে বলা হয়েছে।

#KashmirAttack #PahalgamTerror #TourismCrash #KashmirTravelAlert #CloudTVNews #PahalgamUnderThreat #SafeTravel

আরও পড়ুন :

মোহাম্মদ আমিরের আইপিএল খেলার স্বপ্ন: ব্রিটিশ পাসপোর্ট নিয়ে মাঠে নামার পরিকল্পনা

কাশ্মীর হামলা: পিএসএল দেখানো বন্ধ করল ভারতীয় প্লাটফর্ম, ক্রিকবাজও তথ্য মুছে দিল

ad

আরও পড়ুন: