খরার সংকটে ব্রিটেন: জল বাঁচাতে ইমেইল-ফটো ডিলিট করতে বলছেন বিশেষজ্ঞরা

যুক্তরাজ্যে ভয়াবহ খরার আশঙ্কায় বিশেষজ্ঞরা বলছেন, জল বাঁচাতে শুধু সরাসরি ব্যবহার কমানো যথেষ্ট নয়, অপ্রয়োজনীয় ইমেইল ও ছবি ডিলিট করলেও জলের সাশ্রয় সম্ভব। কারণ সার্ভার কুলিংয়ের জন্য প্রতিদিন বিপুল জল খরচ হয়।