Breaking News

skin disease

শীতকালীন কিছু চর্মরোগ ( skin disease) ও তার নিরাময়

রোগীরা একটি অভিযোগ প্রায়ই করেন, তা হলো শীত এলে শরীর খুব চুলকায়। এক্ষেত্রে হাতের তালু দিয়ে ত্বক চুলকানো ( skin disease) যেতে পারে।

skin disease during winter season

skin disease

ক্লাউড টিভি ডেক্স: শীত এলেই কিছু চর্মরোগ ( skin disease) নতুন করে দেখা দেয়। যা গরমকালে খুব একটা দেখা যায় না। রোগীরা একটি অভিযোগ প্রায়ই করেন, তা হলো শীত এলে শরীর খুব চুলকায়। এক্ষেত্রে হাতের তালু দিয়ে ত্বক চুলকানো ( skin disease) যেতে পারে।

আবহাওয়া শুষ্ক থাকার কারণে মূলত এমন চুলকানি ( skin disease) দেখা দেয়।

এক্ষেত্রে আপনার ত্বকের ধরন বুঝে চিকিৎসক ময়েশ্চারাইজার প্রেসক্রাইব করে থাকেন। ময়েশ্চারাইজার পাওয়া না গেলে নারিকেল তেল ব্যবহার করলেও ত্বক ভালো থাকে। চুলকানির ( skin disease) পরিমাণ মারাত্মক হলে গ্লিসারিনের সঙ্গে জল মিশিয়ে ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়।

এসময় প্রচুর শাকসবজি ও ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে ত্বক আর্দ্র থাকে। শীতে ত্বকের আরেকটি রোগের নাম ইকথায়েসিস। এটি একটি জন্মগত রোগ এবং শিশুকাল থেকেই দেখা যায়। মহিলা-পুরুষ সমানভাবে এ সমস্যায় আক্রান্ত হন।

এ রোগে হাত-পায়ের ত্বক ফাটাফাটা ও ছোট-ছোট গুঁড়ি গুঁড়ি আঁশ পায়ের সামনের অংশ ও হাতের চামড়ায় দেখা যায়। তবে হাত ও পায়ের ভাঁজযুক্ত স্থান স্বাভাবিক থাকে।
রোগীরা বলে থাকেন, এ সমস্যাটা ছোটবেলা থেকেই তার আছে। প্রতিবার শীত এলেই বেড়ে যায়। এদের হাত ও পায়ের তালুর দিকে তাকালে দেখা যায়, হাতের রেখাগুলো খুবই স্পষ্ট।

যা সাধারণ মানুষের ক্ষেত্রে লক্ষণীয় নয়। এ রোগীদের নাক দিয়ে প্রায়ই জল ঝরে এবং অ্যালার্জি ও অ্যাজমার সমস্যা থাকতে পারে। দুঃখের বিষয় এ রোগটি কখনোই একেবারে ভালো হয় না। তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি তৈলাক্ত পদার্থ নিয়মিত ব্যবহার করা যায়।
এক্ষেত্রে আলফাহাইড্রোক্সি অ্যাসিড কার্যকর। গ্লিসারিনও ব্যবহার করা যায়। তবে এর সমস্যা হচ্ছে ত্বক আঠা আঠা হয়ে যায়। এক্ষেত্রে একটি টাওয়েল দিয়ে অতি রিক্ত গ্লিসারিন চেপে তুলে নিলে ত্বকের আঠালো ভাব কেটে যায়। ত্বক ভালো রাখা সম্ভব। অ্যাকজিমাও শীত এলে বাড়তে পারে। তাই এ রোগে আক্রান্তদের বলে দেওয়া হয়, ভালো হওয়ার পরও যেন ত্বক শুষ্ক না হয়।

আরও পড়ুন : https://cloudtv.news/lifestyle/safety-against-air-pollution/

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: