Breaking News

WorldHomeopathyDay

বিশ্ব হোমিওপ্যাথি দিবস: বিকল্প চিকিৎসার স্বীকৃতি ও প্রয়োজনীয়তা

সরকারি স্তরেও এখন হোমিওপ্যাথিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। AYUSH মন্ত্রকের অধীনে হোমিওপ্যাথি শিক্ষার সম্প্রসারণ ও গবেষণায় জোর দেওয়া হয়েছে।

WorldHomeopathyDay Celebrating Homeopathy's Legacy %%page%% %%sep%% %%sitename%%

WorldHomeopathyDay

ক্লাউড টিভি ডেস্ক : ১০ই এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস (WorldHomeopathyDay)। এই দিনটি বিশিষ্ট জার্মান চিকিৎসক ডঃ ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে পালন করা হয়, যাঁকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির জনক বলা হয়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনটি ঘিরে হয়েছে বিশেষ কর্মসূচি, সেমিনার এবং স্বাস্থ্য শিবির।

কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও ছাত্রছাত্রীরা অংশ নেন। বক্তব্যে উঠে আসে—বিকল্প চিকিৎসা পদ্ধতির গুরুত্ব এবং তার প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থা। বিশেষত, পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও স্বল্প ব্যয়ে চিকিৎসা পাওয়া যায় বলেই হোমিওপ্যাথি আজ বহু মানুষের কাছে ভরসার নাম।

একজন চিকিৎসক বলেন, “হোমিওপ্যাথি (WorldHomeopathyDay) শুধু চিকিৎসা নয়, এটি একটি জীবনদর্শন। রোগ নয়, মানুষকে কেন্দ্র করে এর চিকিৎসা চলে। রোগীর দেহ, মন ও আবেগ—তিনটি দিকই বিবেচনা করে ওষুধ নির্ধারণ করা হয়।”

বিশেষজ্ঞরা জানান, অ্যাজমা, অ্যালার্জি, ত্বকের রোগ, হরমোনের সমস্যা থেকে শুরু করে মানসিক চাপ ও উদ্বেগজনিত সমস্যায় হোমিওপ্যাথি দারুণ কার্যকর। তবে এর জন্য প্রয়োজন সঠিক ডায়াগনোসিস ও প্রশিক্ষিত চিকিৎসকের পরামর্শ।

এই দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজে সচেতনতামূলক আলোচনাও অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে হোমিওপ্যাথির (WorldHomeopathyDay) বিজ্ঞানভিত্তিক দিকগুলি জানানো হয়, যাতে কুসংস্কার বা ভুল ধারণা না ছড়ায়।

প্রতিদিন কলা খেলে আপনি যে উপকার পাবেন

গরমে সুস্থ রাখতে যেসব ফল খাবেন

তবে সমালোচনাও আছে। অনেকের মতে, হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। এ নিয়ে চলেছে বিতর্ক। যদিও সমর্থকদের দাবি, দীর্ঘ অভিজ্ঞতা ও অসংখ্য রোগীর সুস্থতা নিজেই প্রমাণ—এই চিকিৎসা অকার্যকর নয়।

সরকারি স্তরেও এখন হোমিওপ্যাথিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। AYUSH মন্ত্রকের অধীনে হোমিওপ্যাথি শিক্ষার সম্প্রসারণ ও গবেষণায় জোর দেওয়া হয়েছে। কলকাতায় হোমিওপ্যাথি কলেজগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে এবং গ্রামাঞ্চলেও হোমিও চিকিৎসকদের চাহিদা বাড়ছে।

বিশ্ব হোমিওপ্যাথি দিবস (WorldHomeopathyDay) তাই শুধু একটি দিবস নয়, বরং বিকল্প চিকিৎসা পদ্ধতির প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান। উন্নত গবেষণা, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে হোমিওপ্যাথি হতে পারে আরও শক্তিশালী ও প্রমাণভিত্তিক।

#WorldHomeopathyDay
#হোমিওপ্যাথি
#HomeopathyAwareness
#KolkataNews
#স্বাস্থ্য_সচেতনতা
#AYUSH
#হ্যানিম্যান
#HomeopathyInIndia

আরও পড়ুন :

১৩ বছর পর ফিরছে হেমলক সোসাইটি, অ্যাঞ্জেলিনা জোলির জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত ‘কিলবিল সোসাইটি’!

ইসরোর শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেল পূর্ব বর্ধমানের দুই ছাত্র ছাত্রী।

Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7

ad

আরও পড়ুন: