Breaking News

Sadhvi Harsha Richhariya

Mahakumbh 2025: মহাকুম্ভ মেলায় নজর কাড়া এই সুন্দরী তরুণী কে ?

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলায় নজর কেড়েছেন উত্তরাখণ্ডের এক তরুণী

Who Is Sadhvi Harsha Richhariya, The Viral Of Maha Kumbh 2025

Sadhvi Harsha Richhariya

ক্লাউড টিভি ডেক্স : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলায় নজর কেড়েছেন উত্তরাখণ্ডের এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সুন্দর সাধ্বী’ হিসেবে ভাইরাল হয়েছেন। তবে হর্ষা রিচারিয়া নামে ৩০ বছর বয়সী ওই মহিলা পরিষ্কার বলে দিয়েছেন, তিনি কোনো সাধ্বী নন এবং কখনোই নিজেকে সাধ্বী বলে দাবি করেন নি।

বুধবার এনডিটিভি জানিয়েছে—মহাকুম্ভ মেলায় ঐতিহ্যবাহী পোশাক, রুদ্রাক্ষ মালা ও তিলক পরিহিত অবস্থায় প্রথমে অনেকেই হর্ষাকে একজন কম বয়সী সাধ্বী হিসেবে ধরে নিয়েছিলেন। পরে তাঁর ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাঁকে ‘সুন্দর সাধ্বী’ বা ‘ভাইরাল সাধ্বী’ উপাধি দেওয়া হয়।

হর্ষা রিচারিয়ার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী দেখা যাচ্ছে, তিনি একজন উপস্থাপিকা, সমাজকর্মী এবং ইনফ্লুয়েন্সার। নিজেকে তিনি নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাসানন্দ গিরিজি মহারাজের শিষ্য হিসেবে পরিচয় দেন।

দুই বছর আগে তিনি উপস্থাপনা, অভিনয় ও মডেলিংয়ের জীবন ছেড়ে আধ্যাত্মিকতার পথে হাঁটতে শুরু করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মানসিক শান্তি খুঁজতে সবকিছু ছেড়ে এই নতুন পরিচয় গ্রহণ করেছি।’

মঙ্গলবার মহাকুম্ভের প্রথম ‘অমৃত স্নান’ অনুষ্ঠানে অংশ নেন হর্ষা। পবিত্র ত্রিবেণি সঙ্গমে স্নান করার পর তিনি এটিকে অত্যন্ত তৃপ্তিদায়ক এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘১৪৪ বছরের পূর্ণ মহাকুম্ভে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং প্রথম রাজকীয় স্নানে অংশ নিয়ে আত্মতৃপ্তি অনুভব করেছি।’

মহা কুম্ভ মেলা উদযাপনের পিছনে রয়েছে মিথ, বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র

মহা কুম্ভ মেলা উদযাপনের পিছনে রয়েছে মিথ, বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র

ad

আরও পড়ুন: