Continue reading "সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল যে দেশ (kiribati)"
kiribati
ক্লাউড টিভি ডেক্স : নতুন বছর ২০২৫ সালকে বিশ্বে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি (kiribati)। দেশটির সবার আগে নতুন বছরে পদার্পণ করার তথ্য দিয়েছে লেটেস্টলি ডটকম।
ইএসএ আর্থ অবজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে কিরিবাতিতে (kiribati) নতুন বছরকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর।
টাইম জোন বা সময় অঞ্চলের তারতম্যের কারণে পৃথিবীর কিছু দেশ কয়েক ঘণ্টা আগে, কোনো কোনোটি আবার কয়েক ঘণ্টা এমনকি একদিন পর নববর্ষ উদযপানের সুযোগ পায়। বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে নতুন বছরে পদার্পণ করে থাকে। কিরিবাতি (kiribati)২০২৫ সালে নতুন বছরে প্রবেশ করা প্রথম দেশ।
গ্রিনিচ মান সময় ১০টায় (ভারতীয় সময় ৩১ ডিসেম্বর বিকেল ৩টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানায় কিরিবাতি।