Breaking News

luminova

উদ্বেগে ভোগা শিশুদের সহায়তা করতে চালু হল নতুন একটি অ্যাপ

শিশুদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।”

luminova Fun digital therapy for childhood anxiety

luminova

ক্লাউড টিভি ডেক্স : শিশুদের উদ্বেগ কমাতে এল নতুন অ্যাপ। শিশুদের মনে যে যে বিষয়ে ভয় আছে, ‘লুমি নোভা’ নামের এই অ্যাপটি (luminova) সে ভয় জয় করতে সাহায্য করবে।

শৈশবকালীন উদ্বেগ কমাতে সহায়তার জন্য গেইমিংয়ের ‘কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি’কে মিলিয়ে সমাধান এসেছে অ্যাপটি (luminova), যেটি চালু হয়েছে যুক্তরাজ্যের লিংকনশায়ার কাউন্টিতে।

এই অ্যাপটির সাহায্যে নিজের পছন্দের বিভিন্ন গেইম খেলতে পারবে শিশুরা, যা ধীরে ধীরে তাদের ভয়কে প্রকাশ করবে ও সেগুলো কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে এক প্রতিবেদনে লিখেছে বিবিসি।

সাত থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য তৈরি বিনামূল্যের এই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে ৮ জানুয়ারি বুধবার থেকে।

এ গেইমটি (luminova) চালু করতে একসঙ্গে কাজ করেছে ‘লিংকনশায়ার কাউন্টি কাউন্সিল’, ‘এনএইচএস লিংকনশায়ার ইন্টিগ্রেটেড কেয়ার বোর্ড’ ও ‘লিংকনশায়ার পার্টনারশিপ এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট’।

লিংকনশায়ার কাউন্টির কাউন্সিলর প্যাট্রিসিয়া ব্র্যাডওয়েল বলেছেন, “শিশুদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।”

ad

আরও পড়ুন: