Breaking News

Winter Disease and Vegetables

শীতে কোন কোন অসুখে কিছু কিছু সবজি খেতে মানা (Winter Disease and Vegetables)

শীতকাল মানেই বাজারে নানান জাতের সবজি সমাহার। আর এই শীতকালীন সবজিতে (Winter Disease and Vegetables) রয়েছে প্রচুর পরিমাণ বিটা-ক্যারোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, অ্যান্টি–অক্সিডেন্ট, আঁশ, ভিটামিন ও মিনারেল।

Winter Disease and Vegetables responsible for it

winter disease and vegetables

ক্লাউড টিভি ডেক্স : শীতকাল মানেই বাজারে নানান জাতের সবজি সমাহার। আর এই শীতকালীন সবজিতে (Winter Disease and Vegetables) রয়েছে প্রচুর পরিমাণ বিটা-ক্যারোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, অ্যান্টি–অক্সিডেন্ট, আঁশ, ভিটামিন ও মিনারেল। কিন্তু শীতে কোনো কোনো অসুখে কিছু কিছু সবজি (Winter Disease and Vegetables) আছে যেগুলো খেতে মানা। আসুন জেনে নিই এ সম্পর্কে—

ফুলকপি ও বাঁধাকপি:

গবেষণায় দেখা গেছে, যাঁদের হাইপোথাইরয়েডিজম আছে, ফুলকপি–বাঁধাকপি তাঁদের থাইরয়েডের আয়োডিন ব্যবহার করার ক্ষমতাকে বাধা দিতে পারে। সালাদ হিসেবে খাওয়া যাবে না। তবে অন্যান্য সবজির সঙ্গে সামান্য খেলে ক্ষতি নেই।

পালংশাক:

পালংশাকে যথেষ্ট পরিমাণ মিনারেল, বিশেষ করে পটাশিয়াম থাকে। কিডনির রোগে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকলে পালংশাক খাওয়া যাবেনা।

গাজর:

বিটা-ক্যারোটিনের চমৎকার উৎস গাজর। এটি শরীরে প্রবেশ করে ভিটামিন এ–তে রূপান্তরিত হয়। গর্ভস্থ শিশুর চোখ ও স্নায়ুতন্ত্রের বিকাশে ভিটামিন এ অপরিহার্য। তবে প্রয়োজনীয় পরিমাণের বেশি ভিটামিন এ ভ্রূণের বিকাশ ও বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

আরও পড়ুন : মহারাষ্ট্রে যে ‘মোদিবিহীন’ ফর্মুলা কার্যকর হয়েছে, বাংলার ক্ষেত্রেও কি তেমনই ভাবছে গেরুয়া বাহিনী?

ব্রকলি:

ব্রকলিতে উচ্চ মাত্রার পিউরিন রয়েছে, যা রক্তে ইউরিক অ্যাসিডের উপস্থিতি বাড়াতে পারে। তাই গাউট (গেঁটে বাত) রোগীদের জন্য ব্রকলি খাওয়া সীমিত করা উচিত। ফুলকপির ব্যাপারেও একই কথা প্রযোজ্য।

নতুন আলু:

শীত এলেই বাজারে আসে নতুন আলু l নতুন আলুর স্বাদ আমরা সবাই নিয়ে থাকিl তবে যে আলুই হোক, ডায়াবেটিস রোগীদের উচিত কম করে খাওয়া। কারণ, আলুর গ্লাইসেমিক ইনডেক্স বেশি। রক্তের গড় শর্করা এইচবিএ১সি লেভেল ৭-এর নিচে থাকলে দিনে এক–দুই টুকরা আলু খেতে পারেন। এর বেশি নয়l তবে এইচবিএ১সি লেভেল ৯ বা ১০ এর ওপরে থাকলে আলু না খাওয়াই উচিত।

মটরশুঁটি ও মুলা:

গ্যাস্ট্রিকের সমস্যায় এখন অনেকেই ভুগছেন। এ সমস্যা যাঁদের আছে, তাঁদের মটরশুঁটি ও মুলা ছাড়া ফুলকপি, বাঁধাকপির মতো পেটে গ্যাস সৃষ্টিকারী সবজিও খুব বেশি না খাওয়াই ভালো।

শিশুর বার বার জ্বর-ঠান্ডা লাগছে? জানুন সমাধানের ৭ উপায়

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

ad

আরও পড়ুন: