Breaking News

AshaBhosale FakeNewsAlert

আশা ভোঁশলের মৃত্যুর ‘ভুয়ো’ খবর ভাইরাল, ক্ষুব্ধ পরিবার

সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আশা ভোঁশলের মৃত্যুর মিথ্যে খবর। ফেক ছবি ও বিভ্রান্তিকর পোস্ট ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া—অবশেষে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, 'আশা বেঁচে আছেন, সুস্থ আছেন।'

AshaBhosale FakeNewsAlert: The Truth Unveiled %%page%% %%sep%% %%sitename%%

AshaBhosale FakeNewsAlert

ক্লাউড টিভি ডেস্ক | ১২ জুলাই, ২০২৫ : ভারতের প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁশলের মৃত্যু নিয়ে এক ভুয়ো (AshaBhosale FakeNewsAlert) গুজব রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিনভর ছড়িয়ে পড়ে এক ছবি, যেখানে তাঁর গলায় মালা, সামনে ধূপকাঠি—সেটি দেখে বহু মানুষ শোক প্রকাশ করতে থাকেন। তবে বাস্তব একেবারে ভিন্ন। আশা ভোঁশলে জীবিত এবং সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবারের পক্ষ থেকে এই ভুয়ো গুজব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

শুক্রবার সকালেই ফেসবুকে শাবানা শেখ নামের এক ব্যবহারকারীর প্রোফাইল থেকে একটি ছবি শেয়ার করা হয়, যেখানে আশা ভোঁশলের একটি পুরনো ছবি সম্পাদনা করে গলায় মালা পরানো ও সামনে ধূপকাঠি বসানো হয়। সেটিকে ঘিরেই শুরু হয় বিভ্রান্তি।

ছবিটি ছড়িয়ে পড়তেই বহু ব্যবহারকারী বিনা যাচাইয়েই শোকবার্তা লিখতে থাকেন, কিছু নামী পেজ পর্যন্ত পোস্ট করতে থাকে ‘শ্রদ্ধাঞ্জলি’ বার্তা। কিছু মিডিয়া পোর্টালও প্রাথমিকভাবে বিভ্রান্ত হয়ে পড়ে।

দুপুরের দিকে বিষয়টি স্পষ্ট হয় যখন গায়িকার ছেলে আনন্দ ভোঁশলে নিজেই একটি বিবৃতি দেন। সেখানে তিনি বলেন:

“আমার মা একদম সুস্থ আছেন। এই ধরনের মিথ্যা খবর খুবই দুর্ভাগ্যজনক। পরিবার হিসেবে আমরা ভীষণ কষ্ট পেয়েছি। এমন খবর ছড়িয়ে মানুষ কী আনন্দ পায় বুঝি না।”

তিনি আরও জানান, সকাল থেকেই বহু পরিচিত ব্যক্তি ও সংবাদমাধ্যম তাঁদের ফোন করে বিষয়টি নিশ্চিত হতে চায়, যা তাঁদের মানসিকভাবে খুব অস্বস্তিতে ফেলে।

বিকেলের দিকে আশা ভোঁশলের অফিসিয়াল টিম তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করে জানান, “আমি একদম ভালো আছি। যারা শুভকামনা জানিয়েছেন, তাদের ধন্যবাদ। যারা মিথ্যা খবর ছড়ান, তাদের ক্ষমা করি।”

পোস্টের সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবিও দেওয়া হয়, যেখানে দেখা যায় তিনি বাড়ির ছাদে বসে আছেন, হাতে এক কাপ চা।

এই ঘটনার পর ‘ফ্যাক্ট চেক’ সংস্থাগুলো সক্রিয়ভাবে পোস্টটি খণ্ডন করে জানায়, এটি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

রাজা মৌলির এক সিনেমায় ২০০ কোটি! ভারতের সবচেয়ে পারিশ্রমিক বেশি পাওয়া পরিচালক কে?

নেতার ছবি নয়, এবার শুধু দলীয় প্রতীক: বিজেপি অফিসে ব্যাকড্রপে বদল ‘ব্যক্তিনির্ভরতা’ কমানোর কথা বলছে

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এই পোস্ট ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর উপাদান সংযোজন করে ছড়ানো হয়েছে, সেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। মুম্বই পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নজরে রেখেছে বলে জানা গেছে।

গানপ্রেমী মানুষজন, সেলিব্রিটিদের অনেকে এই ঘটনার নিন্দা করেছেন। জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি বলেন, “আশাজি আমাদের জীবন্ত ইতিহাস। তাঁর মতো একজন মানুষকে নিয়ে এমন ছেলেখেলা বরদাস্তযোগ্য নয়।”

সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে নানা মহল থেকে।

আরও পড়ুন :

মোদি সরকারের হিন্দি চাপিয়ে দেওয়ার রাজনীতিতে উত্তাল মহারাষ্ট্র, মারাঠিদের ক্ষোভে জ্বলছে রাজ্য

তদন্তে নয়া মোড়: এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে দুর্ঘটনার নেপথ্যে রহস্যজনক ‘জ্বালানি বন্ধ’

ad

আরও পড়ুন: