ChenabBridge MadhaviLatha
ক্লাউড টিভি ডেস্ক: কাশ্মীরের বুকে দাঁড়িয়ে থাকা চেনাব রেলসেতু এখন শুধুই একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় নয়, বরং হয়ে উঠেছে ভারতের গর্ব। বিশ্বের সর্বোচ্চ রেলসেতু হিসেবে এই স্থাপনা জায়গা করে নিয়েছে রেকর্ডবুকে। তবে এর নেপথ্যে যাঁর নিরব ও দীর্ঘ অবদান আজ আলোচনার কেন্দ্রে— তিনি একজন মহিলা প্রকৌশলী, অধ্যাপক জি. মাধবী লতা (ChenabBridge MadhaviLatha)।
জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর ওপর নির্মিত এই রেলসেতুটি ‘উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্প’-এর অংশ। এর উচ্চতা আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে। ভূমিকম্পপ্রবণ, পাথুরে ও দুর্বার অঞ্চল পেরিয়ে রেললাইনের মাধ্যমে কাশ্মীরকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকেই জয় করেছেন জি. মাধবী লতা এবং তাঁর নেতৃত্বে থাকা প্রকৌশল দল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এই সেতুর উদ্বোধন করেছেন। বলা হচ্ছে, এই রেলপথ কেবল যোগাযোগ নয়, বরং কাশ্মীরের উন্নয়ন, পর্যটন ও জাতীয় নিরাপত্তার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ।
চেনাব রেলব্রিজ : উন্নয়নের স্থাপত্য না কি ভোটের কৌশল? চেনাব ব্রিজ ঘিরে প্রশ্নের মুখে কেন্দ্র সরকার
এক সময় ছিলেন খামারের কৃষক, এখন তিনি ভারতীয় ক্রিকেটে সুপারস্টার!
জি. মাধবী লতা, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)-এর পুরকৌশল বিভাগের অধ্যাপক। ভূ-কারিগরি প্রকৌশল বিষয়ে তাঁর অবদান আন্তর্জাতিক মানের। গত ১৭ বছর ধরে তিনি চেনাব সেতু প্রকল্পে ভূ-প্রযুক্তিগত পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন। ঠিকাদার সংস্থা অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচার-এর সঙ্গে কাজ করে সেতুর নকশা, স্থিতিশীলতা ও মাটির গঠন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় মুখ্য ভূমিকা পালন করেছেন।
স্নাতক (১৯৯২): জওহরলাল নেহরু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল
স্নাতকোত্তর: এনআইটি ওয়ারঙ্গল থেকে ভূ-কারিগরি প্রকৌশল (গোল্ড মেডেল)
পিএইচডি (২০০০): আইআইটি মাদ্রাজ থেকে ভূ-প্রযুক্তি
পুরস্কার:
২০২১ সালে ভারতীয় জিওটেকনিক্যাল সোসাইটির ‘সেরা মহিলা গবেষক’
২০২২ সালে ভারত সরকারের “STEM-এ শীর্ষ ৭৫ নারী” তালিকায় সম্মাননা
মাধবী লতা কখনও সংবাদ শিরোনামে থাকতে চাননি। কিন্তু তাঁর নিরব পরিশ্রম আজ জাতীয়ভাবে স্বীকৃত। একটি প্রকল্পে ১৭ বছর একনিষ্ঠভাবে কাজ করে যাওয়া তাঁর পেশাদারিত্বের প্রমাণ। ভূতাত্ত্বিক ও প্রকৌশলগতভাবে একাধিকবার পরিবর্তিত প্ল্যান ও চ্যালেঞ্জকে মাথা উঁচু করে জয় করেছেন এই নারী।
বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলে ভারতের নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য মাধবী লতা এক বাস্তব উদাহরণ। তাঁর এই সাফল্য প্রমাণ করে— কঠিনতম প্রকল্পেও নারীরা নেতৃত্ব দিতে পারেন, শুধু সুযোগ ও স্বীকৃতি প্রয়োজন।
আরও পড়ুন :
₹১২৫ কোটির Netflix প্রস্তাব ফিরিয়ে Aamir Khan কি YouTube–এ সিনেমা রিলিজ করতে চলেছেন?