Breaking News

Manipur Presidential Rule

Manipur Presidential Rule : মণিপুর ইস্যু নিয়ে আলোচনার সময় সংসদে অনুপস্থিত রাহুল গান্ধি !

মণিপুর ইস্যু নিয়ে কী গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস? তবে এই বিষয় এখন কংগ্রেস নেতৃত্বের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি

Manipur Presidential Rule Sparks Political Debate %%page%% %%sep%% %%sitename%%

Manipur Presidential Rule

ক্লাউড টিভি ডেস্ক :  ওয়াকফ বিল পাশ হতে না হতেই বুধবার লোকসভা উত্তাল হয় মণিপুর (Manipur Presidential Rule) নিয়েও। গভীর রাতে বিরোধীরা দাবি তুললেন মণিপুরে নিয়ে আলোচনার। সেখানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা কড়া ভাষায় আক্রমণও করলেন কেন্দ্রীয় সরকারকে।

কিন্তু সেইসময় যখন একযোগ হয়ে বিরোধীরা রাষ্ট্রপতি(Manipur Presidential Rule) শাসনের বিরোধিতা করছেন সেখানে দেখা গেল না রাহুল গান্ধিকে। কংগ্রেস নেতা অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা কেন সেইসময় সংসদে উপস্থিত ছিলেন না তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। তাতেই প্রশ্ন উঠছে, মণিপুর ইস্যু নিয়ে কী গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস? তবে এই বিষয় এখন কংগ্রেস নেতৃত্বের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

এ বারের আইপিএল (IPL 2025) অন্য আইপিএল গুলোর থেকে আলাদা,কার্যকরী হচ্ছে বেশ কয়েকটা নতুন নিয়ম

IPL 2025 New Rules – আইপিএল নতুন নিয়মে

উল্লেখ্য, নানান কারণে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে(Manipur Presidential Rule)। তাই সেই উত্তপ্ত পরিস্থিতির জেরে ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসেই ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তার পরে জারি হয় রাষ্ট্রপতি শাসন। এখন কেউ মণিপুরে মুখ্যমন্ত্রী হননি। নিয়ম অনুযায়ী, কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হলে দু’মাসের মধ্যে সংসদীয় অনুমোদনের প্রয়োজন হয়। বুধবার সেই প্রস্তাবই পাশ হয়। আর সেই ইস্যুকে হাতিয়ার করে সরব হয় বিরোধী শিবির।

আরও পড়ুন :

Waqf Bill: জানেন,ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণে কত জমি রয়েছে? আর এর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণই বা কত?

লোকসভায় পেশ হল ওয়াকফ বিল: মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: