Breaking News

Telengana Economic Crisis

আর্থিক সঙ্কটে ধুঁকছে সরকার, কর্মচারিদের বেতনের দিন পিছোচ্ছে

পরিস্থিতি এমন যে মাসের শুরুতে সরকারি কর্মীদের বেতন দেওয়াও দুষ্কর হয়ে পড়ছে

Telengana Economic Crisis and Its Impacts %%page%% %%sep%% %%sitename%%

Telengana Economic Crisis`

ক্লাউড টিভি ডেস্ক :  অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়েছে তেলঙ্গানা এমন খবর সামনে আনতেই ফের শিরোনামে এল তেলঙ্গানা (Telengana Economic Crisis)। সেখানকার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন তাঁর রাজ্য এই মুহূর্তে প্রবল আর্থিক চাপের সম্মুখীন হচ্ছে। পরিস্থিতি এমন যে মাসের শুরুতে সরকারি কর্মীদের বেতন দেওয়াও দুষ্কর হয়ে পড়ছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন তেলঙ্গানার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। তাঁদের তোপের মুখে পড়েছে কংগ্রেস। বিরোধীদের দাবি, এই প্রবল আর্থিক চাপ তৈরি হয়েছে একমাত্র কংগ্রেসের অমূলক আর্থিক নীতি গ্রহণের জন্য।

চরম আর্থিক চাপে (Telengana Economic Crisis) রয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। যার ফলে সরকারী কর্মীদের প্রতি মাসে মাইনে দিতে পারছেন না। এক বিবৃতি জারি করে এমনই বিস্ফোরক দাবি করলেন তিনি। যা নিয়ে তোলপাড় দেশীয় রাজনীতি। ইতিমধ্যেই তেলঙ্গানার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Taslima Nasrin: ১৮ বছর পর বিজেপি সাংসদের তসলিমাকে কলকাতায় ফেরানোর সওয়াল, বাম আমলে ছাড়তে হয়েছিল কলকাতা

কলম্বোর প্রায়চিত্ত করতে বাধ্য হচ্ছে কলকাতা! রেকর্ড দামে বিক্রি দেশের দ্বিতীয় বৃহত্তম শপিং মল সাউথ সিটি

এই নিয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ক্রমবর্ধমান আর্থিক সংকট (Telengana Economic Crisis) নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়েছেন এই মুহূর্তে তেলঙ্গানার রাজস্ব আয় দুর্বল হয়ে পড়েছে। সেই কারণেই সরকারি কর্মীদের বেতন দিতেও দেরি হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান পাওয়া যাবে। সরকার এই বিষয়ে কাজ শুরু করেছে।
হিমাচলের সঙ্গে তুলনা

এদিকে বিরোধীরা তেলঙ্গানার বর্তমান পরিস্থিতিকে (Telengana Economic Crisis) তুলনা করেছেন হিমাচল প্রদেশের সঙ্গে। সেখানেও কংগ্রেস নেতৃত্বাধীন সরকার প্রতিনিয়ত আর্থিক চাপের সম্মুখীন হচ্ছে। সমালোচকরা বলছেন কংগ্রেস বারবার কোনওরকম অর্থনৈতিক ও রাজস্ব পরিকল্পনা ছাড়াই বিভিন্ন প্রকল্প চালু করে। এর ফলে ঋণের জালে জড়িয়ে পড়তে হয় সরকারকে।

এই মুহূর্তে দাঁড়িয়ে তেলঙ্গানার কাছে কোন রাস্তা খোলা আছে এই নিয়ে রেবন্ত রেড্ডি জানান, সরকারকে বাজেট পুনর্গঠন করে অপ্রয়োজনীয় ব্যায় সংকোচ করতে হবে। অথবা কেন্দ্রের কাছ থেকে অতিরিক্ত সাহায্য চাইতে হবে। বেতন দিতে বারবার দেরি হলে সরকারি কর্মচারীরাও আন্দোলন শুরু করতে পারেন।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: