Breaking News

Rubina Mumtaz

পর্যটকদের বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দুই কাশ্মীরি কন্যা

হামলাকারীদের হাত থেকে জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকদের বাঁচাতে এগিয়ে আসা দুই কাশ্মিরী বীরঙ্গনার দুঃসাহসিক গল্প

Rubina Mumtaz: Heroes of Pehelgam Attack %%page%% %%sep%% %%sitename%%

Rubina Mumtaz

ক্লাউড টিভি: জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামের বন্দুকধারীদের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের প্রাণহানি হয়েছে। আর এই ভয়াবহ হামলায় ভারতীয়রা পাকিস্তানকে দোষারোপ করার পাশাপাশি কাশ্মীরি মুসলমানদেরকেও বিভিন্নভাবে কটাক্ষ করছেন। তবে এসবের মধ্যেই বেরিয়ে আসছে হামলাকারীদের হাত থেকে জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকদের বাঁচাতে এগিয়ে আসা দুই কাশ্মিরী বীরঙ্গনার দুঃসাহসিক গল্প।

পাহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা: ভয়, আতঙ্ক ও নিরাপত্তা প্রশ্নে ফের উদ্বেগ

পেহেলগাঁও কাণ্ডের প্রতিক্রিয়ায় যা বললেন ভারতীয় ক্রিকেটাররা

 

রুবিনা ও মুমতাজ নামের এ দুই বোনের প্রচণ্ড সাহসিকতার জন্যই প্রাণে বেঁচে গেছে বেশ কয়েকজন পর্যটক।

রুবিনা ও মুমতাজ দুজন বোন। তাদের বাড়ি বৈসরন উপত্যকার আশেপাশেই। পর্যটকদের ‘গাইড’ হিসাবে কাজ করে তারা। বৈসরন উপত্যকা হাতের তালুর মতো চেনা এ দুই বোনের। পর্যটকদের বৈসরনের ইকোপার্কে নিয়ে যাওয়া, তাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখানোর কাজ করেন তারা।

স্থানীয়দের কাছে রুবিনা ‘কাশ্মীরের খরগোশ কন্যা’ নামে পরিচিত। কারণ, পর্যটকেরা বৈসরনে এলে তাদের হাতে পোষা খরগোশ তুলে দেয় রুবিনা। আবার সামান্য টাকার বিনিময়ে পর্যটকদের ছবিও তুলে দেন তিনি। বৈসরনে পর্যটকদের সঙ্গেই ওদের দিন কাটে। কিন্তু গত ২২ এপ্রিল মঙ্গলবার, দিনটা ছিল অন্যরকম। আর ওই দিনেই দুই বোনকেও দেখা গিয়েছে অন্য এক দুঃসাহসিক ভূমিকায়। যা প্রশংসিত হচ্ছে গোটা ভারতজুড়ে।

ওই দিন চেন্নাইয়ের বেশ কয়েকজন পর্যটকের ‘গাইড’ ছিলেন রুবিনা, মুমতাজ। দুপুরের দিকে যখন অস্ত্রধারীরা হামলা চালায় তখন রুবিনা এবং মুমতাজ নিজেদের জীবনের বিপন্ন করে বেশ কিছু পর্যটককে রাস্তা দেখিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
তাছাড়া পর্যটকদের সঙ্গে থাকা শিশুদের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য সেই সব শিশুকে আগলে নিয়ে যায় দুই বোন। প্রথমে কয়েক জন পর্যটককে নিরাপদ জায়গায় পৌঁছে দেন। তারপর আবার আরও এক দলকে পথ দেখিয়ে নিয়ে আসেন। এভাবে বেশ কয়েক বার ছুটে ছুটে গিয়ে পর্যটকদের ভাগে ভাগে নিরাপদ জায়গায় নিয়ে আসে দুই বোন।

বিষয়টি নিয়ে রুবিনা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওই সময় আমরা নিজেদের সুরক্ষার কথা না ভেবে পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার দিয়েছি। তারা সে সময় সকলেই শুধু বলছিল, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও।’

তারা পাহাড়ি রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে পর্যটকদের নিয়ে যায় নিজেদের বাড়িতে।তারপর সবাইকে নিরাপদে হোটেলে পৌঁছে দিয়েছিল ।

#RubinaMumtaz  #India #PahalgamAttack  #SocialUnity  #CloudTVNews #IndiaNews

আরও পড়ুন :

‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব’, বললেন বলিউড তারকা সুনীল শেঠি

ভারতজুড়ে রাজ্যে রাজ্যে ছড়াচ্ছে মুসলিম বিদ্বেষ, হুমকিতে কাশ্মীরিদের জীবন

ad

আরও পড়ুন: