Breaking News

Indian Back from Myanmar

INDIANS BACK IN IAF AIRCRAFT : মায়ানমার ও থাইল্যান্ড থেকে ফিরল আরও 266 ভারতীয়

এর আগেও কেন্দ্র সরকারের তরফে এই ধরনের চক্র সম্পর্কে সতর্ক করা হয়েছিল

Indian Back from Myanmar: Safe Return Details %%page%% %%sep%% %%sitename%%

Indian Back from Miyanmar

ক্লাউড টিভি ডেস্ক :  বিদেশে চাকরির টোপ ৷ মায়ানমার ও থাইল্যান্ড থেকে দেশে ফিরল আরও 266 জন ভারতীয় (Indian Back from Myanmar)৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে তাঁদের ফিরিয়ে আনল ভারতীয় বায়ুসেনার বিমান ৷ বুধবার এমনটাই জানাল বিদেশ মন্ত্রক ৷

এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ লেখেন, “মঙ্গলবার আরও 266 জন ভারতীয়কে বায়ুসেনার বিমানে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৷ এরা সকলেই দক্ষিণপূর্ব এশিয়ার সাইবার ক্রাইম কেন্দ্রে ছিলেন ৷ এর আগে সোমবার 283 জন ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানো হয়েছে (Indian Back from Myanmar)৷ তাঁদের মুক্তি নিশ্চিত করতে ভারতীয় দূতাবাসের তরফে মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে একযোগে কাজ করা হয়েছে ৷”

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভুয়ো চাকরির জাল ছড়িয়ে রয়েছে ৷ বিদেশের মাটিতে এই সমস্ত বেআইনি চাকরির টোপ পেয়ে পাড়ি দেন ভারতীয়রা ৷ দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে এই চক্র ৷ ভুয়ো চাকরির এই জাল ছড়িয়ে রয়েছে মায়ানমারেও ৷

চাকরির নামে পরবর্তী সময়ে এই ব্যক্তিরা সাইবার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন ৷ মন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী, এই সমস্ত সাইবার অপরাধ মূলত মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকাগুলি থেকে পরিচালনা করা হয় ৷ শুধু তাই নয়, সুন্দর ভবিষ্যতের আশায় বিদেশে যাওয়া ভারতীয়রা একটা সময় পর বিভিন্ন প্রতারণামূলক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন ৷ ইতিমধ্যে, 283 জনকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে কেন্দ্র সরকার ৷

মাওখানুতে হবে ‘উত্তর-পূর্বের বৃহত্তম’ স্টেডিয়াম
ইরানের প্রেসিডেন্টের ট্রাম্পকে কঠোর বার্তা: পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হবে না

উল্লেখ্য, এর আগেও কেন্দ্র সরকারের তরফে এই ধরনের চক্র সম্পর্কে সতর্ক করা হয়েছিল ৷ ফের একবার দেশের নাগরিককে সতর্ক করা হয়েছে এই সমস্ত ভুয়ো চাকরির বিষয়ে ৷ সেই সঙ্গে, ভারতীয় মিশনের মাধ্য়মে বিদেশি নিয়োগকর্তাদের সম্পর্কে যাচাই করে নেওয়ার কথাও বলা হয়েছে ৷ চাকরির অফার নেওয়ার আগে নিয়োগকারী এজেন্ট ও সংস্থাগুলির পূর্ববর্তী চাকরি সম্পর্কে খোঁজ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: