Indian Back from Miyanmar
ক্লাউড টিভি ডেস্ক : বিদেশে চাকরির টোপ ৷ মায়ানমার ও থাইল্যান্ড থেকে দেশে ফিরল আরও 266 জন ভারতীয় (Indian Back from Myanmar)৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে তাঁদের ফিরিয়ে আনল ভারতীয় বায়ুসেনার বিমান ৷ বুধবার এমনটাই জানাল বিদেশ মন্ত্রক ৷
এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ লেখেন, “মঙ্গলবার আরও 266 জন ভারতীয়কে বায়ুসেনার বিমানে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৷ এরা সকলেই দক্ষিণপূর্ব এশিয়ার সাইবার ক্রাইম কেন্দ্রে ছিলেন ৷ এর আগে সোমবার 283 জন ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানো হয়েছে (Indian Back from Myanmar)৷ তাঁদের মুক্তি নিশ্চিত করতে ভারতীয় দূতাবাসের তরফে মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে একযোগে কাজ করা হয়েছে ৷”
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভুয়ো চাকরির জাল ছড়িয়ে রয়েছে ৷ বিদেশের মাটিতে এই সমস্ত বেআইনি চাকরির টোপ পেয়ে পাড়ি দেন ভারতীয়রা ৷ দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে এই চক্র ৷ ভুয়ো চাকরির এই জাল ছড়িয়ে রয়েছে মায়ানমারেও ৷
Government of India arranged for the safe repatriation of 266 Indians yesterday by an IAF aircraft, who were released from cybercrime centres in South East Asia. On Monday, 283 Indians were similarly repatriated.
Indian Embassies worked with Myanmar & Thailand governments to… pic.twitter.com/m56JcUzLSp
— Randhir Jaiswal (@MEAIndia) March 12, 2025
চাকরির নামে পরবর্তী সময়ে এই ব্যক্তিরা সাইবার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন ৷ মন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী, এই সমস্ত সাইবার অপরাধ মূলত মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকাগুলি থেকে পরিচালনা করা হয় ৷ শুধু তাই নয়, সুন্দর ভবিষ্যতের আশায় বিদেশে যাওয়া ভারতীয়রা একটা সময় পর বিভিন্ন প্রতারণামূলক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন ৷ ইতিমধ্যে, 283 জনকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে কেন্দ্র সরকার ৷
মাওখানুতে হবে ‘উত্তর-পূর্বের বৃহত্তম’ স্টেডিয়াম
ইরানের প্রেসিডেন্টের ট্রাম্পকে কঠোর বার্তা: পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হবে না
উল্লেখ্য, এর আগেও কেন্দ্র সরকারের তরফে এই ধরনের চক্র সম্পর্কে সতর্ক করা হয়েছিল ৷ ফের একবার দেশের নাগরিককে সতর্ক করা হয়েছে এই সমস্ত ভুয়ো চাকরির বিষয়ে ৷ সেই সঙ্গে, ভারতীয় মিশনের মাধ্য়মে বিদেশি নিয়োগকর্তাদের সম্পর্কে যাচাই করে নেওয়ার কথাও বলা হয়েছে ৷ চাকরির অফার নেওয়ার আগে নিয়োগকারী এজেন্ট ও সংস্থাগুলির পূর্ববর্তী চাকরি সম্পর্কে খোঁজ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS