IndianAirDisasters
ক্লাউড টিভি | বিশেষ প্রতিবেদন |১৩ জুন ২০২৫: : গতকাল দুপুরে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান, যাতে ২৪২ জন যাত্রী ছিলেন, সেটি উড়ান ওঠার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানটির বিধ্বস্ত হওয়ার ফলে সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ১০০-এর বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে, যার অধিকাংশই দগ্ধ। অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন—বিশ্বাস কুমার নামে এক যাত্রী। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, ক্লাউড টিভি ফিরিয়ে দেখছে ভারতের ইতিহাসে ঘটে যাওয়া কিছু বড় বিমান দুর্ঘটনার বিবরণ (IndianAirDisasters), যা সময়ের সঙ্গে সঙ্গে আকাশযাত্রাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল।
দক্ষিণ ভারতের কোঝিকোড় বিমানবন্দরে, প্রবল বর্ষার মধ্যে Air India Express-এর একটি বোয়িং ৭৩৭ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটি দুবাই থেকে ফিরছিল।
মৃত: ১৮ জন | আহত: ১৬ জন গুরুতর
এই ঘটনার অন্যতম কারণ ছিল পাইলটের হাইস্পিড ল্যান্ডিং এবং প্রতিকূল আবহাওয়া। এতে বিমানটি দু’টুকরো হয়ে যায়।
দুবাই থেকে আসা Air India-র একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান ম্যাঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে পার করে খাদে পড়ে যায়।
মৃত: ১৫৮ জন
এই দুর্ঘটনা ভারতের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী। মাত্র ৮ জন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। তদন্তে উঠে আসে—পাইলট ‘go-around’ করতে পারতেন, কিন্তু তা করেননি।
Alliance Air-এর কলকাতা থেকে দিল্লিগামী একটি ফ্লাইট পাটনা শহরের একটি জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়।
মৃত: ৫০+ জন
বিমানটি অবতরণের সময় ইঞ্জিন বিকল হয় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আবাসিক এলাকায় পড়ে। দুর্ঘটনায় শুধু যাত্রী নয়, মাটিতেও কয়েকজনের মৃত্যু হয়।
এইসব মর্মান্তিক দুর্ঘটনা শুধু মানুষের প্রাণ কেড়ে নেয়নি, সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে বিমান সংস্থার অপারেশন, প্রশিক্ষণ, অবতরণ কাঠামো এবং আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তা ব্যবস্থা নিয়েও। কোঝিকোড়, ম্যাঙ্গালুরু কিংবা পাটনা—সব ক’টি ঘটনার পর DGCA এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার তরফে সুপারিশ দেওয়া হলেও, বাস্তবে তার কতটা বাস্তবায়ন হয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন।
আহমেদাবাদ দুর্ঘটনার পর, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, বিমানটির ব্ল্যাকবক্স বিশ্লেষণ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল নিয়ে তদন্ত চালানো হবে। এয়ার ইন্ডিয়ার তরফে মৃতদের পরিবারপিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে।
আরও পড়ুন :
রেকর্ড দামে বিক্রি রাফায়েল নাদালের ঐতিহাসিক র্যাকেট, ফরাসি ওপেন ফাইনালের স্মৃতি এবার সংগ্রাহকের ঘরে