ভারতের আকাশে মৃত্যুর ছায়া: আহমেদাবাদ-সহ ইতিহাসের প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলো ফিরে দেখা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা যেন ভারতের ইতিহাসে বিমানের মর্মান্তিক অধ্যায়ে আরও একটি কালো ছাপ। এই ঘটনাকে কেন্দ্র করে ফিরে দেখা যাক অতীতের সেই ভয়ঙ্কর বিমান বিপর্যয়, যেখানে একের পর এক প্রাণ ঝরে গেছে আকাশপথে।