Breaking News

ISRO Space Docking

আজ মহাকাশে নতুন ইতিহাস গড়ল ভারত

২০৩৫ সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপন (ISRO Space Docking) করার প্রস্তুতি শুরু করেছে ভারত।

ISRO successfully executes SpaDeX docking experiment

ISRO Space Docking

ক্লাউড টিভি ডেক্স : ২০৩৫ সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপন (ISRO Space Docking) করার প্রস্তুতি শুরু করেছে ভারত। আর সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ‘মহাকাশ ডকিং’ পরীক্ষায় সফল হয়ে নতুন ইতিহাস গড়ল ভারত।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এ সাফল্য অর্জন করল। দু’টি ছোট মহাকাশযান বা ভিন্ন কৃত্রিম উপগ্রহকে একই বিন্দুতে আনার প্রক্রিয়া হচ্ছে স্পেস ডকিং (ISRO Space Docking) পদ্ধতি।

মহাকাশ গবেষণার অত্যন্ত জটিল এই প্রক্রিয়ায় বৃহস্পতিবার স্পেডেক্স ১ (চেজার) ও স্পেডেক্স ২ (টার্গেট)-কে একত্রিত করার ঘোষণা দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
এর মধ্য দিয়ে মহাকাশে আন্তর্জাতিক স্টেশন তৈরির পথ প্রশস্ত হল ভারতের।

গত ৩০ ডিসেম্বর স্পেস ডকিংয়ের জন্য অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে পিএসএলভি-সি৬০ রকেট উৎক্ষেপণ করে ইসরো।

সেই রকেটের প্রধান পেলোড হিসাবেই পাঠানো হয়েছিল স্পেডেক্স ১ এবং ২-কে। এ ছাড়া, ২৪টি সেকেন্ডারি পেলোডও পাঠানো হয়েছিল।

পৃথিবী থেকে ৪৭০ কিমি উপরে মহাকাশে অক্ষাংশে একই বিন্দুতে স্পেডেস্ক ১ ও ২-কে একত্রিত করা হবে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার(১৬/১/২০২৫) তা-ই করে দেখিয়েছেন তারা।

বিবিসি জানায়, বিজ্ঞানীরা এই স্পেস ডকিং পরীক্ষা চালানোর সময় ব্যাঙ্গালোরে ইসরোর কার্যালয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্সে এক পোস্টে তিনি লেখেন, “স্যাটেলাইটের মহাকাশ ডকিংয়ের সফল প্রদর্শনের জন্য ইসরোর বিজ্ঞানীদের এবং এ কাজের সঙ্গে জড়িত প্রত্যেককে অভিনন্দন।”

বাংলাদেশ পেতে চলেছে নতুন প্রতিবেশী রাষ্ট্র

ad

আরও পড়ুন: