Modi In Adampur
শান্তনু কর্মকার: এত তাড়াতাড়ি খেলা ঘুরে যাবে, ভাবা যায়নি! প্রধানমন্ত্রীর আদমপুরের বায়ুসেনা (Modi In Adampur) ছাউনিতে গিয়ে ব্যাকগ্রাউন্ডে S-400 রেখে সেনাদের সঙ্গে ছবি দেখে ফেলেছেন নিশ্চয়ই। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো খোরাকে পরিণত হয়েছে পাকিস্তান, অক্ষত S-400 সেনাছাউনি দেখে বুক কেঁপেছে ইসলামাবাদেরও। তবে এর সরাসরি প্রভাব দেখা যাচ্ছে শেয়ার বাজারে।
গত বুধবার পাকিস্তান দাবি করেছিল, সম্মুখসমরে একাধিক রাফাল ধ্ব ং স করেছে তারা। এরপর থেকেই স্টক মার্কেটে হু-হু করে পড়তে শুরু করেছিল রাফাল নির্মাতা ডাসল্টের দাম। এক সময় প্রায় ৫ শতাংশ পড়ে যায় ডাসল্টের শেয়ার প্রাইস। এরপরে ভারত পালটা রাফালের অক্ষত থাকার দাবি করলেও পুরোপুরি বিশ্বাস রাখতে পারছিলেন না বিনিয়োগকারীরা। তবে মোদীর আদমপুর সফরের প্রভাব দেখা গেল মঙ্গলবার দুপুর থেকেই। দেখা যাচ্ছে, শেয়ার বাজারে ফের ঘুরে দাঁড়াচ্ছে ডাসল্ট। সাময়িক ক্ষতি কাটিয়ে আবার উর্ধ্বমুখী ফরাসি যুদ্ধবিমান নির্মাতা সংস্থাটির শেয়ার।
ভারতীয় বাহিনীর পাকিস্তানে বিমানঘাঁটিতে হামলা: ‘অপারেশন সিন্ধুর’ বিস্তারিত বিশ্লেষণ
“‘অনেকের ঘুম উড়ে যাবে’: বিরোধী INDIA জোটকে কটাক্ষ মোদির, জবাব দিলেন শশী থারুর”
অন্যদিকে মুখ পুড়ছে চিনা সংস্থার। চিন সংস্থা চেংদু পাকিস্তানের J-10 যুদ্ধবিমান বানিয়েছিল। এই মুহূর্তে সংস্থাটির শেয়ারদর কমেছে 7.43 শতাংশ।
সামগ্রিকভাবে, যুদ্ধক্ষেত্রের বাইরেও যুদ্ধের ছায়া পড়ছে অর্থনীতি ও আন্তর্জাতিক অস্ত্র বাজারে। যেখানে ভারতের কৌশলগত সিদ্ধান্ত এবং দৃশ্যমান প্রস্তুতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনছে, সেখানে পাকিস্তান এবং তাদের মিত্র চীন চাপের মুখে পড়ছে।
গতকালই দেখছিলাম, ভারতের বিরুদ্ধে বিজয়ের আনন্দে করাচির রাস্তায় বিজয় মিছিল করছেন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তো নিজেদের জয়ী ঘোষণা করেই দিয়েছেন। প্রমাণ ছাড়া গরম গরম দাবি দাওয়া করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ফোকাস আদায় করেছিলেন ঠিকই, তবে যুদ্ধাস্ত্রের বাজার কিন্তু অন্য সুরে গাইতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। পাকিস্তান এই ঘায়ে মলম দেবেই বা কীভাবে?
#ModiInAdampur #RafaleVsJ10 #DefenseMarket #IndiaChinaPakistan #DassaultRecovery #ChengduCrash #Geopolitics #S400India
আরও পড়ুন :
দিলীপ ঘোষের স্ত্রীর একমাত্র ছেলে প্রীতমের রহস্যমৃত্যু, তদন্ত শুরু
ব্রিটেনের নাগরিক হতে এ বার অপেক্ষা করতে হবে ১০ বছর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় নাগরিকরা