RussianWomanInIndia
ক্লাউড টিভি ডেস্ক: কর্ণাটকের গোকর্ণ শহরের রামতীর্থ পাহাড়ের এক নির্জন গুহা থেকে দুই সন্তানসহ এক রুশ নারীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। পাহাড়ি জঙ্গলের মধ্যে অবস্থিত সেই গুহায় গত দুই সপ্তাহ ধরে ‘ধ্যান ও আত্মিক প্রশান্তি’-র উদ্দেশ্যে অবস্থান করছিলেন ওই নারী (RussianWomanInIndia) ।
শনিবার (১২ জুলাই) উত্তর কান্নাডা জেলার পুলিশ এই ঘটনার কথা নিশ্চিত করেছে।
উদ্ধার হওয়া নারীর নাম নিনা কুতিনা (বয়স ৪০), তিনি ‘মোহি’ নামেও পরিচিত। জানা গেছে, তিনি ব্যবসায়িক ভিসায় রাশিয়া থেকে ভারতে এসেছিলেন, প্রথমে গোয়ায় অবস্থান করলেও পরে আধ্যাত্মিক টানে চলে যান গোকর্ণে।
লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্যের পরে এবারে রাজ্যসভায়ও শূন্য হবে সিপিএম!
নিনা তার দুই শিশু কন্যা প্রেয়া (৬) ও অমা (৪)-কে নিয়ে কর্ণাটকের রামতীর্থ পাহাড়ের একটি গুহায় বসবাস করছিলেন। প্রাকৃতিক পরিবেশে ধ্যান ও আধ্যাত্মিক সাধনায় রত ছিলেন তারা।
পুলিশ জানায়, নিয়মিত টহলের সময় পাহাড়ি গুহার বাইরে শুকাতে দেওয়া কাপড় দেখে তাদের সন্দেহ হয়। পরে অনুসন্ধান চালিয়ে নিনা ও তার সন্তানদের সন্ধান পাওয়া যায়।
উত্তর কান্নাডা জেলার পুলিশ সুপার এম নারায়ণ পিটিআইকে বলেন,
“এই মহিলা ও তার শিশুরা কীভাবে জঙ্গলের মধ্যে থাকছিলেন এবং বেঁচে ছিলেন, তা এককথায় বিস্ময়কর। সৌভাগ্যক্রমে তাদের কোনো শারীরিক সমস্যা হয়নি।”
তদন্তে জানা গেছে, নিনার ভিসার মেয়াদ ২০১৭ সালেই শেষ হয়ে গিয়েছে। তবে তিনি কীভাবে এতদিন ভারতে অবস্থান করছেন বা কোথায় কোথায় থেকেছেন, তা এখনো পুরোপুরি জানা যায়নি।
নিনাকে আপাতত স্থানীয় একটি আশ্রমে রাখা হয়েছে, যেখানে তার চিকিৎসা ও সন্তানদের যত্ন নেওয়া হচ্ছে। রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
প্রাথমিকভাবে জানা গেছে, হিন্দু দর্শন, যোগব্যায়াম ও আত্মানুসন্ধানে আগ্রহী হয়ে নিনা ভারতের দিকে আকৃষ্ট হন। গোয়াতে কিছুদিন কাটানোর পর তিনি কর্ণাটকে চলে আসেন। ধীরে ধীরে প্রচলিত সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং নিজের দুই সন্তানসহ পাহাড়ে আশ্রয় নেন।
স্থানীয় প্রশাসন এবং শিশু কল্যাণ দপ্তর এই ঘটনায় বেশ সতর্ক। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে—নিনা কিভাবে অভিবাসন ও ভিসা নিয়ম ভেঙে এতদিন ভারতে ছিলেন।
আরও পড়ুন :
পাকিস্তানে শিক্ষাবঞ্চিত ২ কোটি ৩৭ লাখ শিশু, দিন দিন অবনতির দিকে শিক্ষার হার
২০৫০ সালের মধ্যে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত: পিউ রিসার্চের রিপোর্টে চাঞ্চল্য