কর্ণাটকের পাহাড়ি গুহা থেকে দুই সন্তানসহ রুশ নারী উদ্ধার, ২০১৭-তে শেষ হয়েছিল ভিসার মেয়াদ

কর্ণাটকের দুর্গম রামতীর্থ পাহাড়ের একটি গুহায় দুই সন্তান নিয়ে আত্মিক সাধনায় নিমগ্ন ছিলেন এক রুশ নারী। স্থানীয় পুলিশের নজরে এলে উদ্ধার করা হয়। ২০১৭ সালেই ভিসার মেয়াদ শেষ—এখন তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিচ্ছে ভারত সরকার।