PadmanabhaswamyTemple
ক্লাউড টিভি ডেস্ক | ২ জুন ২০২৫ : কেরালার বিখ্যাত ও ঐতিহ্যবাহী শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে (PadmanabhaswamyTemple) প্রায় তিন শতাব্দী পর আয়োজিত হতে চলেছে এক বিরল ধর্মীয় অনুষ্ঠান— মহা কুম্ভাভিষেকম। আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য এই পবিত্র আচারটি শুধু আস্থাবানদের জন্য নয়, বরং ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও একটি যুগান্তকারী মুহূর্ত হয়ে উঠতে চলেছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরের আধ্যাত্মিক শক্তি পুনরুজ্জীবিত করা হবে এবং সম্প্রতি সম্পন্ন হওয়া বৃহৎ সংস্কার কাজের পর মন্দিরের পবিত্রতা পুনঃস্থাপন করা হবে।
মন্দিরের ব্যবস্থাপক বি শ্রীকুমার জানিয়েছেন, “মহা কুম্ভাভিষেকম” নামে পরিচিত এই অনুষ্ঠানটি শতাব্দী প্রাচীন আচারবিধি অনুসরণ করে সম্পন্ন হবে। তিনি বলেন, “এত বিশাল সংস্কার কাজ ও তার সাথে সংশ্লিষ্ট ধর্মীয় আচার গত ২৭০ বছরেও হয়নি। এই উপলক্ষ্যে আমরা মন্দিরের সমস্ত ঐতিহ্য, নিয়ম ও ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে অনুসরণ করছি।”
‘কুম্ভাভিষেকম’ হল এক অত্যন্ত পবিত্র হিন্দু আচার, যেখানে মন্দিরের গম্বুজ, গর্ভগৃহ ও প্রধান বিগ্রহের ওপর পবিত্র জল ঢেলে দেওয়া হয়, যেটি ‘মহা কুম্ভাভিষেকম’ হলে তার আকার ও গুরুত্ব বহুগুণে বেড়ে যায়। সাধারণত বড় সংস্কারের পর মন্দিরের আধ্যাত্মিক শক্তিকে পুনরায় সক্রিয় করার জন্য এই অনুষ্ঠান আয়োজিত হয়।
৮ জুনের মূল অনুষ্ঠানের আগে মন্দির প্রাঙ্গণে একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে:
আচার্য্য বরণম: পুরোহিতদের আনুষ্ঠানিক স্বাগত।
প্রসাদ শুদ্ধি: অর্ঘ্য ও প্রসাদের পবিত্রীকরণ।
ধারা ও কালসম: বিভিন্ন পবিত্র তরল পদার্থ দিয়ে বিগ্রহকে স্নান করানো।
অগ্নি হোম যজ্ঞ: পুরাণ অনুযায়ী পবিত্র অগ্নিকুণ্ডে উৎসর্গ।
মন্দির সূত্রে জানা গিয়েছে, প্রতিটি আচার ধর্মগ্রন্থ মোতাবেক পালন করার জন্য দেশজুড়ে খ্যাতনামা পুরোহিতদের আমন্ত্রণ জানানো হয়েছে।
উদ্বোধনেই ২ লক্ষ পুণ্যার্থীর ঢল, দিঘার জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারবেন কখন?
তিরুবনন্তপুরমের এই পদ্মনাভস্বামী মন্দির শুধু কেরালার নয়, বরং গোটা দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈষ্ণব তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম। এই মন্দিরেই কয়েক দশক আগে আবিষ্কৃত হয়েছিল পৃথিবীর অন্যতম বৃহৎ ধনভাণ্ডার— যার মূল্য এখনও আনুমানিক বিলিয়ন ডলারে গণ্য করা হয়।
মন্দিরটি ত্রাভাঙ্কোর রাজপরিবারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে এবং এখানে রাজপরিবারের প্রধানকেই “পদ্মনাভস্বামীর দাস” হিসেবে গণ্য করা হয়।
এই মহা অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্দির ও তার চারপাশে সাজো সাজো রব পড়েছে। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই আসার প্রস্তুতি নিচ্ছেন। কেরালা ট্যুরিজম বোর্ডও পর্যটকদের সুবিধার জন্য বিশেষ গাইডলাইন ও লজিংয়ের ব্যবস্থা করেছে।
আরও পড়ুন :
বিখ্যাত পরিচালক বিক্রম সুগুমারনের হৃদরোগে আকস্মিক মৃত্যু: চলচ্চিত্র মহলে শোকের ছায়া
মুম্বাই বিমানবন্দরে বিষধর সাপসহ পাচারকারী আটক: থাইল্যান্ড থেকে চোরাচালান চক্রের চাঞ্চল্যকর উদ্ঘাটন