Breaking News

TatkalBooking AadhaarAuthentication

১ জুলাই থেকে তৎকাল টিকিটে বড় পরিবর্তন: বাধ্যতামূলক হচ্ছে আধার ভেরিফিকেশন

এই নিয়ম শুধুমাত্র তৎকাল (Tatkal) বুকিং-এর জন্য প্রযোজ্য, সাধারণ বা স্বাভাবিক টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এখনও বাধ্যতামূলক নয়

TatkalBooking AadhaarAuthentication Explained %%page%% %%sep%% %%sitename%%

TatkalBooking AadhaarAuthentication

ক্লাউড টিভি ডেস্ক | ১১ জুন ২০২৫ : ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিংয়ে এবার বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রিয় সরকার। ১ জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে গেলে আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক হচ্ছে। IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) এই সিদ্ধান্ত কার্যকর করবে এবং এটি দেশের লক্ষ লক্ষ যাত্রীর টিকিট বুকিং প্রক্রিয়ায় পরিবর্তন আনবে।

  • যেসব যাত্রী IRCTC-এর মাধ্যমে তৎকাল টিকিট বুক করতে চান, তাদের IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে

  • শুধু লিঙ্ক করলেই হবে না—টিকিট বুকিংয়ের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP)-এর মাধ্যমে Aadhar Authentication নিশ্চিত করতে হবে।

  • এই নিয়ম শুধুমাত্র তৎকাল (Tatkal) বুকিং-এর জন্য প্রযোজ্য, সাধারণ বা স্বাভাবিক টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এখনও বাধ্যতামূলক নয়।


গুরুত্বপূর্ণ সময়সীমা

  • ১ জুলাই ২০২৫: যাত্রীরা স্বেচ্ছায় Aadhar-based authentication করে তৎকাল টিকিট বুক করতে পারবেন।

  • ১৫ জুলাই ২০২৫: এই authentication বাধ্যতামূলক হয়ে যাবে। অর্থাৎ OTP ছাড়া তৎকাল আর টিকিট কাটাই যাবে না।

রেলমন্ত্রক ও IRCTC জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো:

  • রেল টিকিটের কালোবাজারি (Ticket Black Market) বন্ধ করা

  • বুকিং প্রক্রিয়া কে আরও স্বচ্ছ করা 

  • প্রকৃত যাত্রীদের জন্য বিকল্প ও ন্যায্য সুবিধা নিশ্চিত করা

বর্তমানে অনেক এজেন্ট কিংবা সফটওয়্যার ব্যবহারকারীরা অসৎ উপায়ে একাধিক তৎকাল টিকিট বুক করে রাখেন, ফলে সাধারণ যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

নতুন করে সংক্রমণ বাড়ছে করোনার, সতর্ক থাকুন – সুস্থ থাকতে মানুন এই নির্দেশিকা

কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য একটি সুখবর! শীঘ্রই শিয়ালদা মেইন শাখায় চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন।

IRCTC-এর তথ্য অনুযায়ী:

  • বর্তমানে ১৩ কোটির বেশি IRCTC ব্যবহারকারী থাকলেও, মাত্র ১.২ কোটি ব্যবহারকারী আধার লিঙ্ক করেছেন

  • ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে তৎকাল বুকিংয়ের চাহিদা বেড়েছে ৩৪ শতাংশ

এই নতুন নীতিতে, টিকিটিং এজেন্টদের প্রথম ৩০ মিনিট বুকিং করতে দেওয়া হবে না :

  • AC কোচের জন্য: সকাল ১০টা থেকে ১০:৩০ পর্যন্ত

  • Non-AC কোচের জন্য: সকাল ১১টা থেকে ১১:৩০ পর্যন্ত

এতে সাধারণ যাত্রীদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যাতে অসৎভাবে একাধিক টিকিট বুকিং করে রাখা না যায়।

সাধারণ যাত্রীদের তাই ১ জুলাইয়ের আগেই IRCTC অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে হবে। এর জন্য:

  • IRCTC ওয়েবসাইটে লগ ইন করুন

  • ‘My Profile’ > ‘Link Your Aadhaar’ সেকশনে গিয়ে OTP দিয়ে যাচাই করুন

  • যেকোন তৎকাল বুকিংয়ের সময় আধারভিত্তিক OTP যাচাইয়ের জন্য প্রস্তুত থাকুন

রেল মন্ত্রক জানিয়েছে, ভবিষ্যতে এই আধার-ভিত্তিক যাচাইকরণ সিস্টেম সাধারণ টিকিট বুকিংকাউন্টার বুকিংয়েও চালু করা হতে পারে। এমনকি ট্রেন ভ্রমণের সময় যাত্রী চিহ্নিত করার জন্য আধার-ভিত্তিক QR কোড বা ডিজিটাল আইডেন্টিফিকেশন ব্যবস্থাও আসতে পারে।

জনপরিবহন বিশেষজ্ঞ অনিল রায় বলেন,

“এই পদক্ষেপের ফলে প্রকৃত যাত্রীরা সুবিধা পাবেন এবং অতিরিক্ত মুনাফার লোভে থাকা কালোবাজারিদের দৌরাত্ম্য কমবে। তবে সরকারকে নিশ্চিত করতে হবে, OTP পাঠানো এবং যাচাইয়ের প্রক্রিয়াটি দ্রুত ও নির্ভরযোগ্য হয়।”

রেল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই পরিবর্তনের মাধ্যমে নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য টিকিট ব্যবস্থার দিকেই এগোচ্ছে ভারতীয় রেল।

আরও পড়ুন :

স্বামীর কীর্তির ছায়ায় লুকিয়ে থাকা আলোকবর্তিকা: অবলা বসু, প্রথম বাঙালি মহিলা ডাক্তারি পড়ুয়া

ইন্ডিয়ান পোস্টের DIGIPIN—ডিজিটাল জিও-এড্রেস সিস্টেম

ad

আরও পড়ুন: