Unnao Road Accident
ক্লাউড টিভি ডেস্ক: উত্তরপ্রদেশের উন্নাও জেলায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। তিন বছরের পুত্র আয়াংশ জৈশ্বরের মৃত্যু সংবাদ পেয়ে বাবা বিষ্ণু কুমার জৈশ্বর মোটরসাইকেল চালিয়ে বাড়ি রাসূলাবাদের দিকে রওনা হন। পথেই একটি অপরিচিত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, হাসপাতালে পৌঁছলে চিকিৎসক তাঁকে মৃত (Unnao Road Accident)ঘোষণা করেন ।
এদিকে গত সোমবার বিকেলে, আয়াংশ ঘরের উঠোনে খেলছিল। কারেন্ট শক লাগার ফলে সে গুরুতর আহত হয় এবং নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচান যায় নি। এই দুঃসংবাদ পেয়ে বিষ্ণু কুমার প্রচণ্ড আতঙ্কে তাড়াহুড়ো করে বাড়ির দিকে মোটরবাইকে যাত্রা শুরু করেন।
“রাজ্যের স্কুলে বাধ্যতামূলক মুখ্যমন্ত্রীর বই! সাহিত্য না প্রচার? শিক্ষা মহলে বিতর্ক তুঙ্গে”
পুলিশ সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে উন্মত্ত গতিতে বিষ্ণু মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ একটি গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন । এভাবে, পুত্রের মাত্র অল্প কয়েক মুহূর্তের মধ্যে একইদিনে এক বাবা ও ছেলের জীবন কেটে গেল এক হৃদয় বিদারক ঘটনা।
পুত্রশোকে বিহ্বল যখন গোটা পরিবার, সেই সময়ে বিষ্ণুকুমারের মৃত্যুর খবর এসে পৌঁছোয় বাড়িতে। বিষ্ণুকুমার এবং তাঁর পুত্রের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। যে গাড়ির ধাক্কায় বিষ্ণুকুমারের মৃত্যু হয়েছে, সেই গাড়ির খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উন্নাও জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “ঘটনায় আমরা শোকাহত। তাড়াতাড়ি চালককে শনাক্ত, দুর্ঘটনায় নাগরিকদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং ইলেকট্রিক লাইনের তত্ত্বাবধান করা হবে।” ভবিষ্যতে সড়ক ও বিদ্যুৎ লাইন — উভয় ক্ষেত্রেই নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুন :
“রাজ্যের স্কুলে বাধ্যতামূলক মুখ্যমন্ত্রীর বই! সাহিত্য না প্রচার? শিক্ষা মহলে বিতর্ক তুঙ্গে”