virat kohli
শান্তিপ্রিয় রায়চৌধুরী : দেখতে দেখতে একটা বছর শেষ হতে চললl ফেলে আসা বছরটায় কীড়াঙ্গনে আমরা কি সাফল্য পেলাম তা আমরা দেখতে বসে দেখছি এই বছরটায় কয়েকটা সাফল্যের মাঝে ২৪ শে জুন দিনটা ভারতীয় ক্রিকেটের কাছে খুবই উজ্জ্বল। সেই ২০০৭ ধোনির নেতৃত্বে ভারত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলl তারপর থেকে চলছিল ভারতীয় ক্রিকেটের ট্রফির খরাl সেই খরা কাটলো রোহিত শর্মার টিম ইন্ডিয়ার হাত ধরে। চলুন একবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই ট্রফির ছোঁয়া পেয়েছিলামl
সেদিন ‘বিরাট’ (Virat Kohli)জাদুতে ‘অক্ষর’ রচনায় ফাইনালে দুরন্ত জয় পেয়েছিল ভারতl দীর্ঘ এক যুগের বেশি সময় পর ভারতীয় ক্রিকেট আন্তর্জাতিক আঙ্গিনায় সাফল্য পেয়ে ট্রফির খরা কাটিয়েছিল l টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে বার্বাডোজে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল।
ফাইনালে অধিনায়ক রোহিত শর্মার ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় ।
শুরুটা করেন দুই ওপেনার বিরাট কোহলি (Virat Kohli)এবং রোহিত শর্মা। কিন্তু হটাৎই যেন ছন্দপতন। সুইপ শট মারতে গিয়ে, ক্যাচ দিয়ে ফেলেন ভারত অধিনায়ক। মাত্র ৯ রানে ফিরে যান তিনি। আর এই আউট হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল গোটা দেশবাসীর ।
এরপর মাঠে আসেন দলের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। যে জায়গায় এবং পরিস্থিতিতে ব্যাট করতে নামেন তিনি, সেইখানে তাঁর কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল সকলের। কিন্তু তিনিও হলেন ব্যর্থ। শূন্য রানে আউট হয়ে পন্থ ফিরে যান। একটা সময় সত্যিই মনে হচ্ছিল যে, সূর্যকুমার যাদব হয়ত ভরসার জায়গা হয়ে উঠবেন দলের জন্য। কিন্তু না, তিনিও পারলেন না। সূর্যকুমারের ঝুলিতে এল মাত্র ৩ রান।
কিন্তু ঐ যে কথায় আছে, বিরাট বড় ম্যাচের প্লেয়ার। হাল ধরলেন সেই কিং কোহলি এবং যোগ্য সঙ্গত দিলেন অক্ষর প্যাটেল। একটা সময় ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ২৩ রান। সেই জায়গা থেকেই তাদের দুজনের অনবদ্য পার্টনারশিপ টিম ইন্ডিয়াকে লড়াইয়ের জায়গায় নিয়ে যায়। অক্ষর রান-আউট হন ৪৭ রানে। তখন ভারতের স্কোর ১০০ পেরিয়ে গেছে। কিন্তু হাল ছাড়েননি বিরাট, লড়াই চালিয়ে যান তিনি। কার্যত, বিধ্বংসী ব্যাটিং করেন কোহলি। তাঁর একেকটি শট পুরো উড়ে গিয়ে পড়ছিল মাঠের বাইরে।
বিরাটের (Virat Kohli) ব্যাট থেকে আসে ৫৯ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস। সেইসঙ্গে, তিনি যোগ্য জবাব দিলেন নিন্দুকদের। অন্যদিকে, শিবম দুবে করেন ১৬ বলে ২৭ রান। হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ৫ রানে এবং জাদেজা আউট হন ২ রানে।
ফিরে দেখা ২০২৪: প্যারিস অলিম্পিকে মনু ভাকেরের সাফল্য অনুপ্রাণিত করেছে ভারতের তরুণ ক্রীড়াবিদদের
নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট পান কেশব মহারাজ এবং অ্যানরিচ নর্টজে।
কিন্তু দুর্ভাগ্য দক্ষিণ আফ্রিকার l কাছে গিয়েও তাদের তরী ডুবেছে l তারা হেরে গেছে মাত্র ৭ রানে l যে চেকারস তকমা তাদের গায়ে লেগেছিল সেটা থেকেই
গেলl ভারত দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে নিল। বিরাট কোহলি (Viraat Kohli) ৫৯ বলে ৭৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং জসপ্রীত বুমরাহ ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পুরস্কার জিতেছেন।
x (twitter) – https://x.com/cloudTV_NEWS