Breaking News

Bachelor tax countries

বিচিত্র সংবাদ: যে দেশে ব্যাচেলর থাকলে দিতে হয় ট্যাক্স!

দেশের জনগণের আয়ের ওপর ট্যাক্স নির্ধারণ করে থাকে সরকার

Bachelor Tax Countries: Unusual Tax Policies %%page%% %%sep%% %%sitename%%

Bachelor tax countries

ক্লাউড টিভি ডেস্ক : দেশের জনগণের আয়ের ওপর ট্যাক্স নির্ধারণ করে থাকে সরকার। এটিই অধিকাংশ দেশে প্রচলিত। কিন্তু বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে প্রেমিকা না থাকলে অর্থাৎ ব্যাচেলার থাকলেই সরকারকে ট্যাক্স (Bachelor tax countries) দিতে হয়। বিশেষ করে দোকানে কিছু কিনতে গেলে কিংবা রেস্তোরাঁয় খেতে গেলে ট্যাক্স দিতে হবে। ধারণা করা হচ্ছে, জনসংখ্যা বাঁড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

আমেরিকার মিসৌরি শহরে ২১ থেকে ৫০ বছর বয়সি ব্যাচেলর পুরুষদের কাছ থেকে ট্যাক্স হিসেবে নেওয়া হয় ১ ডলার। যদিও এই ট্যাক্সের শুরু হয় কয়েকশ বছর আগেই। ১৮২১ সাল থেকে আমেরিকার মিসৌরিতে এই ট্যাক্স (Bachelor tax countries) দেওয়া শুরু হয়। অনেক পুরুষ আছেন বিয়ে করতে চান না কিংবা প্রেমেও বিশ্বাস করেন না। ফলে দেশে জনসংখ্যাও কমতে থাকে। ফলে দেশের সরকার পুরুষদের ব্যাচেলর থাকার অনুমতি দেয়, তবে তার জন্য বার্ষিক ট্যাক্স দিতে হবে তাকে।

ভারতে আসছে উড়ন্ত ট্যাক্সি!

যে ১০ দেশে মোট জনসংখ্যায় মহিলার অনুপাত বেশি!

যদিও অবিবাহিত পুরুষদের ওপর এ ধরনের ট্যাক্সের শুরু মিসৌরিতে নয়। ১৬৯৫ সালে ইংল্যান্ডে জুলিয়াস সিজার এ ট্যাক্সের (Bachelor tax countries) ঘোষণা দিয়েছিলেন। ১৭০২ সালে রাশিয়ায় এ ট্যাক্স চালু করেন পিটার দ্য গ্রেট এবং ১৯২৪ সালের শেষের দিকে ইতালিতেও ব্যাচেলর ট্যাক্স চালু করেন মুসোলিনি।

এছাড়া আরও অদ্ভুত ট্যাক্স চালু আছে বিশ্বের বিভিন্ন দেশে। টয়লেট ফ্ল্যাশের জন্য ট্যাক্স নেওয়া হয় মেরিল্যান্ডে। যেখানে জলের খরচের দিকে নজর রাখার জন্য প্রতিটি বাড়িতে প্রতি মাসে ৫ ডলার টয়লেট ফ্ল্যাশ ট্যাক্স হিসেবে নেওয়া হয়।

ট্যাটু করার জন্য ট্যাক্স দিতে হয় আরকানসাসে। সেখানে ট্যাটু করালে ৬ শতাংশ কর দিতে হয়। ২০০২ সাল থেকে এ নিয়ম প্রযোজ্য রয়েছে আরকানসাসে। বরফ কেনার জন্য ট্যাক্স (Bachelor tax countries) দেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার নাগরিকরা।

পাকিস্তানের পাঞ্জাবে পোষ্য থাকলে কর দিতে হয়। কুকুর, বিড়াল, শূকর, ভেড়া থাকলে বছরে ২৫০ টাকা, আর হাতি, গরু, উট, ঘোড়া, ষাঁড় থাকলে বছরে ৫০০ টাকা ট্যাক্স দিতে হয়।

আরও পড়ুন :

ক্রীড়াঙ্গনের স্মরণীয় ঘটনা: যে কিংবদন্তি ক্রিকেটার মাঠে আম্পায়ারকে দিয়ে চুল কাটিয়েছিলেন!

শেন ওয়ার্নের মৃত্যুর তিন বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: