Breaking News

actress Marie Empress

বিশ্বের অদ্ভুত ঘটনা: অভিনেত্রী মারি এমপ্রেসের জাহাজ থেকে হারিয়ে যাওয়ার ঘটনা আজও বিস্ময়

নিউ ইয়র্ক এসে দেখা গেল, যাত্রীদের সবাই আছেন, শুধু তিনিই নেই! তিনবার তন্ন তন্ন করে খোঁজা হলো পুরো জাহাজ। কোথাও পাওয়া গেল না মারিকে

Actress Marie Empress: A Mysterious Disappearance %%page%% %%sep%% %%sitename%%

actress Marie Empress

ক্লাউড টিভি ডেস্ক : অভিনেত্রী মারি মারি এমপ্রেস ছিলেন ইংল্যান্ডের নির্বাক যুগের চলচ্চিত্রের এক বিখ্যাত অভিনেত্রী (actress Marie Empress)। ‘ছবির দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা’ বলে ডাকা হতো তাকে। সেই সঙ্গে তিনি ছিলেন জনপ্রিয় গায়িকা ও নৃত্যশিল্পী। তার জন্ম ১৮৮৪ সালের ২৬ মার্চ, ইংল্যান্ডের বার্মিংহামে।

সামুদ্রিক জাহাজ ‘এসএস অর্ডুনা’য় তিনি উঠেছিলেন অ্যাটলান্টিক পাড়ি দেবেন বলে। সেই তিনিই কি না হাজারও যাত্রী ও নাবিকের মাঝ থেকে উধাও হয়ে গেলেন! কেউ কিছু টেরও পেল না? ঘটনাটি ১৯১৯ সালের ২৭ অক্টোবরের সোমবার। আমেরিকার নিউ ইয়র্ক সিটির কানার্ড লাইন জেটিতে নোঙর করল অর্ডুনা। অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিতে জাহাজটি সেবারের যাত্রা শুরু করেছিল ১১ দিন আগে, ইংল্যান্ডের লিভারপুল থেকে। নিউ ইয়র্কে পৌঁছানোর আগে কানাডার নোভা স্কটিয়া রাজ্যের হ্যালিফ্যাক্সে ফেলেছিল নোঙর। ভিআইপি, সাধারণ যাত্রী ও অভিবাসীতে ভরা জাহাজটিতে সবচেয়ে আলোচিত যাত্রী ছিলেন ৩৫ বছর বয়সী এই মারি এমপ্রেস (actress Marie Empress)। কিন্তু নিউ ইয়র্ক এসে দেখা গেল, যাত্রীদের সবাই আছেন, শুধু তিনিই নেই! তিনবার তন্ন তন্ন করে খোঁজা হলো পুরো জাহাজ। কোথাও পাওয়া গেল না মারিকে (actress Marie Empress)। বিনোদন দুনিয়ায় সাড়া পড়ে গেল। এত মানুষের মাঝখানে তিনি কখন কীভাবে কোথায় উধাও হয়ে গেলেন, সেই অনুসন্ধানে ঘাম ঝরাতে থাকলেন জাঁদলেন গোয়েন্দারা। ফলাফল শূন্য! ১০০ বছর পেরিয়ে গেলেও তার এভাবে চিরতরে হারিয়ে যাওয়ার ঘটনাটি আজও রহস্যই থেকে গেছে!

আরও পড়ুন :

ভারত সহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির

বলিউডের ‘দেশপ্রেমী’ অভিনেতা মনোজ কুমার স্মরণে

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: