Breaking News

flying taxi india

ভারতে আসছে উড়ন্ত ট্যাক্সি!

সরলা এভিয়েশন এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি লঞ্চ করতে যাচ্ছে।

Sarla Aviation, Bengaluru Airport tie up to launch flying taxi india

flying taxi india

ক্লাউড টিভি ডেক্স : জ্যামের ভোগান্তি কমাতে ভারতে আসছে উড়ন্ত ট্যাক্সি (flying taxi india)। সরলা এভিয়েশন এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি লঞ্চ করতে যাচ্ছে। জানা গেছে, চালু হলে আপাতত এই এয়ার ট্যাক্সিটি বেঙ্গালুরুর শহরের প্রধান প্রধান জায়গা থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে।

আরও পড়ুন :

চীনে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা

শীতের ভ্রমণে যেসব বিষয়গুলো মনে রাখা জরুরি

এই এয়ার ট্যাক্সি হেলিকপ্টারের মতো আকাশে উড়বে। এবং এর মাধ্যমে পরিবেশে দূষণ ঘটবে না। যেখানে কোনো গন্তব্যে যেতে সময় লাগে দেড় ঘণ্টা, সেখানে এই এয়ার ট্যাক্সি (flying taxi india) মাত্র ৫ মিনিটে পৌঁছে দেবে।

দেখুন : https://www.sarla-aviation.com/

 

View this post on Instagram

 

A post shared by Melody_Mocktail (@melody_mocktail)

এয়ার ট্যাক্সির ভাড়া:
জানা যায়, যদি এই এয়ার ট্যাক্সির মাধ্যমে কেউ ভ্রমণ করতে চান তাহলে তাকে প্রায় ২০ মিনিটের জন্য ১৭০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে। তবে এয়ার ট্যাক্সির এই প্রোজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এই উড়ন্ত ট্যাক্সির প্রোটোটাইপ এখনও তৈরি হয়নি। বিআইএএলের মতে, বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু হতে প্রায় দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

জম্মু ও কাশ্মীরে চালু হল উবের শিকারা (UBER SHIKARA) পরিষেবা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দিতে পারেন পান্ডিয়া

ad

আরও পড়ুন: