Breaking News

SushmitaSen DonaldTrump

মিস ইউনিভার্স ইন্ডিয়ার দায়িত্বে থাকার সময় ট্রাম্পের অধীনে কাজ করেছিলেন সুস্মিতা

বিশ্বসুন্দরী সুস্মিতা সেন জানালেন, মিস ইউনিভার্স ইন্ডিয়ার দায়িত্বে থাকার সময় ডোনাল্ড ট্রাম্পের সংস্থায় কাজ করেছিলেন তিনি। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকে জীবনের বিশেষ অভিজ্ঞতা বলে মনে করেন এই অভিনেত্রী।#SushmitaSen #DonaldTrump

SushmitaSen DonaldTrump: A Surprising Connection %%page%% %%sep%% %%sitename%%

SushmitaSen DonaldTrump

ক্লাউড টিভি ডেস্ক : ভারতের প্রথম বিশ্বসুন্দরী সুস্মিতা সেন শুধু সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েই থেমে যাননি—বলিউডে দীর্ঘ অভিনয়জীবন ও ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। তবে খুব কম মানুষই জানেন, একসময় তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ও প্রাক্তন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের সংস্থার (SushmitaSen DonaldTrump) অধীনে কাজ করেছিলেন।

১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মালিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ভারতের ফ্র্যাঞ্চাইজির দায়িত্বও ছিল তার সংস্থার হাতে। সেই সময় সুস্মিতাকে মিস ইউনিভার্স ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়, যা তিনি সঙ্গে সঙ্গেই গ্রহণ করেন।

নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সুস্মিতা বলেন— “দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল এই সংস্থার অংশীদার হওয়ার। যখন এর ভারতীয় ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিলাম, বলা যেতে পারে সেখানে এক বছরের জন্য চাকরি করলাম। তখন মালিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। একটি বেশ জটিল চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয়েছিল।”

ডোনাল্ড ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা: রূপার্ট মারডক, ডাও জোন্স ও WSJ-কে আদালতে টানলেন মার্কিন প্রেসিডেন্ট

বলিউডের রূপসী থেকে ভারতের অন্যতম ধনী অভিনেত্রী হওয়ার পথে

ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের অভিজ্ঞতাও ভাগ করে নেন সুস্মিতা। তার ভাষায়— “কিছু মানুষ এমনিই নিজেদের ছাপ রেখে যান। সেটা তাদের কৃতিত্ব কিংবা ক্ষমতার কারণে নয়, বরং তারা কোনো বিশেষত্ব নিয়েই জন্মান।” তিনি জানান, ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা পেশাগত জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর মুকুট জেতার পর থেকেই বলিউডে কাজ শুরু করেন সুস্মিতা সেন। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করলেও চলচ্চিত্রে ধারাবাহিক সাফল্য পাননি। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজ ও ব্যবসায়িক উদ্যোগে নিজেকে জড়িয়েছেন তিনি, যা তাকে একজন বহুমুখী ব্যক্তিত্বে পরিণত করেছে।

আরও পড়ুন :

স্বাধীনতা দিবসে মাংস বিক্রি নিষিদ্ধে ভারতের রাজনীতিতে তীব্র বিতর্ক

দুটো জন্মদিন উদযাপনে ব্যস্ত টলিউডের নায়িকা শ্রাবন্তী

ad

আরও পড়ুন: