Breaking News

Liechtenstein

রাত্রি যাপনের জন্য ইউরোপের যে দেশ ভাড়ায় পাওয়া যেত

ইউরোপের ছোট্ট এই দেশটিতে রাত্রিযাপনের জন্য ২০১১ সাল পর্যন্ত ভাড়ায় পাওয়া যেত

Liechtenstein is available for rent to private client

Liechtenstein

ক্লাউড টিভি ডেক্স: পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশটিতে রাত্রিযাপনের জন্য বাড়ি-গাড়িসহ নিত্যপ্রয়োজনীয় অনেক কিছুই ভাড়া পাওয়া যেত। অবিশ্বাস্য মনে হলেও কিন্তু সত্যি ! সেই দেশটির নাম লিচেনস্টাইন (Liechtenstein)। হ্যাঁ, ইউরোপের ছোট্ট এই দেশটিতে রাত্রিযাপনের জন্য ২০১১ সাল পর্যন্ত ভাড়ায় পাওয়া যেত। অবাক কান্ড তাই না। তবে বর্তমানে সেই নিয়ম বদলে গেছে।

জানা গেছে, জনপ্রিয় বুকিং সংস্থা এয়ারবিএনবি লিচেনস্টাইনকে (Liechtenstein)এক সময় তালিকাভুক্ত করেছিল। একটি বিপণন ও প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়া দেওয়া হতো। তবে দেশটিকে ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না। যখন কেউ দেশটি ভাড়া করতেন, তখন সেই অতিথির জন্য বিরাট আয়োজন করতো স্থানীয় প্রশাসন।

অতিথির আগমন উপলক্ষে দেশজুড়ে উৎসব হতো, সেই অতিথিকে দেশের গুরুত্বপূর্ণ সব জায়গায় প্রবেশাধিকার দেওয়া হতো, যেখানে সাধারণ মানুষকে ঢুকতে পারতো না।

আর সে দেশের (Liechtenstein)রাজার পক্ষ থেকে অতিথির জন্য থাকত বিশেষ ব্যবস্থা। ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আল্পস পর্বতের উপর আতশবাজির প্রদর্শনের আয়োজন করা হতো। রাজা নিজেও অতিথি আপ্যায়নের জন্য উপস্থিত থাকতেন ওই অনুষ্ঠানে।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

তবে অনেকে ইচ্ছে করলেও দেশটিকে ভাড়া করতে পারতেন না। যেমন দেরিতে বুকিং করার জন্য বিখ্যাত র‌্যাপ গায়ক স্নুপ ডগ দেশটি ভাড়া করতে ব্যর্থ হয়েছিলেন।

মাত্র ১৬০ বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা ৪০ হাজারের বেশি। অসাধারণ তার প্রাকৃতিক সৌন্দর্য। আর লিচেনস্টাইন এমন একটি দেশ, যার কোনো ঋণ নেই।

ইউরোপের পাঁচটি শীর্ষ লীগে পাল্লা দিয়ে চলছে গোল করার লড়াই

ফিরে দেখা ২০২৪: প্যারিস অলিম্পিকে মনু ভাকেরের সাফল্য অনুপ্রাণিত করেছে ভারতের তরুণ ক্রীড়াবিদদের

ad

আরও পড়ুন: