FootballBarber AhmedAlsanawi
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ৪ আগস্ট, ২০২৫ : ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি তারকাদের আরেকটি পরিচিত দিক হলো তাঁদের চুলের স্টাইল। প্রায়ই দেখা যায়, নতুন চুলের কাট বা রঙে নজর কাড়ছেন বিশ্বের নামজাদা ফুটবলাররা। এসব রঙ-বেরঙের স্টাইলের পেছনে যিনি কাজ করেন, তিনিও হয়ে উঠেছেন এক নতুন তারকা— নাম তাঁর আহমেদ আলসানাভি (FootballBarber AhmedAlsanawi)।
ইংল্যান্ডের সারে কাউন্টির চেসিংটনে ‘এ স্টার বারবার’ নামক ছোট্ট একটি সেলুন থেকে তাঁর যাত্রা শুরু। এখন তাঁর ক্লায়েন্ট লিস্টে রয়েছেন প্রিমিয়ার লিগের একাধিক তারকা ফুটবলার, আন্তর্জাতিক তারকা এবং এমনকি বক্সিংয়ের রিং মাতানো চ্যাম্পিয়নও।
ফ্রান্সের পল পোগবা থেকে শুরু করে ব্রাজিলের ডেভিড লুইজ, বেলজিয়ামের এডেন হ্যাজার্ড, ইংল্যান্ডের জন টেরি, স্পেনের সেস ফ্যাব্রিগাস, ফ্রান্সের এন’গোলে কান্তে— সকলেই চুল কাটান আহমেদের কাছে। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে রয়েছে আহমেদের এক দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
চেলসির ভক্ত আহমেদ বলেন, “আমি চেলসির ভীষণ বড় সমর্থক। তাই যখন এই দলের খেলোয়াড়রা আমার দোকানে আসেন, সেটা আমার জন্য গর্বের। ওদের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে।”
চুল কাটানোই শুধু নয়— বিভিন্ন পরামর্শও দেন ফুটবলারদের। যেমন হ্যাজার্ডের সঙ্গে ফুটবল নিয়ে আলোচনা করেন আহমেদ। কারণ দুজনেই একই পজিশনে খেলেছেন। হ্যাজার্ড যেমন তাঁকে খেলায় উন্নতির পরামর্শ দেন, আহমেদও হ্যাজার্ডকে চুলের কাট নিয়ে দেন স্টাইলিং টিপস।
ইরান-ইসরায়েল যুদ্ধে ভারতের ‘কিন্তুর’ উঠে এল কেন? খোমেনির শিকড় খুঁজে পাওয়া গেল উত্তরপ্রদেশে
আহমেদ আলসানাভি শুরু করেছিলেন একেবারেই সাধারণভাবে। সারে-র চেসিংটনের ‘এ স্টার বারবার’ এখন একেবারে তারকা সেলুন। তাঁর দোকানটি দেখতে সাধারণ হলেও, দরজার বাইরে যদি দাঁড়ান, চমকে যেতে পারেন— পগবা, হ্যাজার্ড, বা ফ্যালকাওয়ের মতো ফুটবল মহাতারকাদের গাড়ি সেখানে মাঝেমাঝিই থামে।
বিশ্ব ফুটবলের অন্যতম দামি ফুটবলার পল পোগবা নিয়মিত যান আহমেদের দোকানে। পোগবার বিখ্যাত রঙিন ও ডিজাইন করা হেয়ারস্টাইলের পিছনেও আছে আহমেদের হাত।
আহমেদের খ্যাতি শুধু ফুটবল জগতেই সীমাবদ্ধ নয়। ব্রিটিশ হেভিওয়েট বক্সার অ্যান্থনি জোশুয়াও নিয়মিত তাঁর কাছে চুল কাটাতে যান। এমনকি কলম্বিয়ার রাদামেল ফ্যালকাও বা দিয়াগো কন্তে’র মতো খেলোয়াড়রাও আহমেদের দক্ষতার প্রশংসা করেছেন।
‘দ্য সান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ বলেন,
“আমি যাঁরা আসেন তাঁদের সবাইকে বন্ধুর মতো দেখিই। ওরা তারকা হলেও, আমার কাছে তারা মানুষ হিসেবেই আসেন।”
আহমেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভরা তারকাদের সঙ্গে তোলা ছবিতে। চেলসির প্রিমিয়ার লিগ জয়ের পর খেলোয়াড়দের সঙ্গে তুলেছেন হাস্যোজ্জ্বল মুহূর্ত। অনেকে বলেন, আহমেদের দোকান এখন তারকাদের মিলনমেলা। কেউ নতুন স্টাইল নিতে, কেউ বা পুরনো বন্ধুর সঙ্গে গল্প করতে— সকলেই ভালোবাসেন আহমেদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার ও পারদর্শী হাত।
আরও পড়ুন :
প্রয়োজন পড়লে ইনজুরি নিয়েই ব্যাট করতে নামবেন ক্রিস ওকস
বকেয়ার ২৫% কেন দেওয়া হল না? সুপ্রিম কোর্টে ডিএ মামলায় উত্তাল পরিস্থিতি, রাজ্য চাইল আরও ৬ মাস সময়