Chinese PL15 vs Indian Akash
শান্তনু কর্মকার: PL-15 মিসাইল নিয়ে বিশ্বজুড়ে কম আলোচনা হয়নি। ফতেহ-র পাশাপাশি যে মিসাইল নিয়ে পাকিস্তানের এতদিনের বাড়াবাড়ি, চিনের তৈরি সেই PL-15 মিসাইল ফায়ার করেছিল ইসলামাবাদ। তবে ডাহা ফেল করেছে ভারতীয় প্রযুক্তির সামনে। আজকের প্রেস ব্রিফিংয়ে ছবি সমেত PL-15 Air to Air মিসাইল বিকল করে দেওয়ার প্রমাণ দিল ভারতীয় সেনা। বিশেষজ্ঞদের মতে, যে ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্য করে এটি ফায়ার করা হয়েছিল, সেই বিমানই মিসাইলটির র্যাডার জ্যাম করে তাকে মাটিতে নামিয়েছে।
সাংবাদিক সম্মেলনের শুরু থেকেই জয়জয়কার ছিল ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের। রাশিয়ায় তৈরি S-400 তো বটেই, পাকিস্তানি হামলা ঠেকিয়েছে ভারতের নিজের তৈরি আকাশ এয়ার ডিফেন্সও। ভারতের এই মাল্টি-কেয়ার্ড ডিফেন্স সিস্টেমের জোরেই সীমান্তবর্তী অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা গিয়েছে। শ’য়ে শ’য়ে পাকিস্তানি-তুর্কি ড্রোন নামিয়েছে সেনা। তবে পাকিস্তান চেষ্টায় কমতি রাখেনি, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ডিঙিয়ে বায়ুসেনার অস্ত্রভাণ্ডার, মেডিক্যাল সেন্টারে আঘাত করতে চেয়েছে ফতেহ-২ ছুঁড়ে। তবে বলাই বাহুল্য, সেই চেষ্টার বিনিময়ে ব্যর্থতা ছাড়া কিছুই ফিরিয়ে দেয়নি ভারত।
৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ: পাকিস্তানিদের সব ভিসা বাতিল, পরিষেবাও স্থগিত করল ভারত
‘চেরি অন দ্য টপ’ নিঃসন্দেহে পাকিস্তানি মিরাজ ধ্বংস করা। ফ্রান্স থেকে আনা এই মিরাজ দিয়েই বালাকোটে ধ্বংসলীলা চালিয়েছিল ভারত। তবে পাকিস্তান একইভাবে মিরাজ পাঠালে তা ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা৷ নিছক দাবি নয়, সাংবাদিক সম্মেলনে মিরাজের ধ্বংসস্তুপের ছবিও দেখিয়েছে সেনা।
নিছক যুদ্ধের বর্ণনা নয়, আজকের ভারতীয় সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলনের গুরুত্ব অন্য জায়গায়। চিনে তৈরি, পাকিস্তানি যুদ্ধবিমান থেকে ছোঁড়া মিসাইল বিকল হয়ে যাচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তির সামনে। যে মিরাজ দিয়ে মাত্র ছ’বছর আগে জইশের জ ঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে এসেছিল ভারত, সেই মিরাজকেই মাটিতে নামাচ্ছে বায়ুসেনা। এই সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে সেনা বুঝিয়ে দিল, পাকিস্তান-চিন জোটের বিরুদ্ধে তারা ঠিক কতটা তৈরি। পাশাপাশি ঠাণ্ডা শাসানিও বোধহয় দেওয়া হল, ‘প্রযুক্তিগতভাবে কোথাও পিছিয়ে নেই ভারত, আগামীর বিশ্বে যেন এ কথা মাথায় রেখেই পা বাড়ায় শত্রুরা’।
#IndiaPakistanConflict #OperationSindoor #PL-15 #S-400 #BorderTensions #PakistanDefense #IndianAirStrikes #UNCallForPeace #SouthAsiaCrisis #GeopoliticalTensions #SAM
আরও পড়ুন :
Cloud Exclusive: ভারতীয় বিমানহানায় তছনছ নুর খান এয়ারবেস, প্রভাব পড়েছে পাকিস্তানের পরমাণু ঘাঁটিতেও
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর বিক্রম মিশ্রের পরিবারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অশালীন আক্রমণ