AishwaryaRai
ক্লাউড টিভি | ২৬ মে ২০২৫ : তেজপ্রতাপ যাদবের সাম্প্রতিক বিতর্কিত সম্পর্ক ফাঁসের পর, তাঁর প্রাক্তন স্ত্রী ঐশ্বর্যা রায় (AishwaryaRai) প্রকাশ্যে মুখ খুলেছেন। তিনি অভিযোগ করেছেন, যাদব পরিবার সব জেনেও তাঁর জীবন নষ্ট করেছে এবং এখন রাজনৈতিক নাটক করছে।
২০১৮ সালে তেজপ্রতাপ যাদবের সঙ্গে ঐশ্বর্যার বিয়ে হয়। কিন্তু কিছু মাসের মধ্যেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং তেজপ্রতাপ বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এই বিবাহবিচ্ছেদ মামলা এখনও আদালতে বিচারাধীন।
সম্প্রতি তেজপ্রতাপ যাদব সামাজিক মাধ্যমে দাবি করেন, তাঁর ১২ বছরের সম্পর্ক রয়েছে অনুষ্কা যাদব নামে এক মহিলার সঙ্গে। পরে তিনি বলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এই ঘটনার পর, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব তাঁকে দল এবং পরিবার থেকে বহিষ্কার করেন।
প্রেমঘটিত বিতর্কে তেজপ্রতাপ, লালুপ্রসাদের কড়া সিদ্ধান্তে দল থেকে বহিষ্কার
ঐশ্বর্যা রায় বলেন, “আমি জিজ্ঞেস করতে চাই, ওঁরা যখন এ সব জানতেন, তখন আমার জীবনটা নষ্ট করলেন কেন? আসলে ওঁরা সকলেই জড়িত। আমি সংবাদমাধ্যম থেকে এ সব জেনেছি। এমনকি, বিবাহবিচ্ছেদের খবরও। আমায় যখন মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তখন ওঁদের সামাজিক ন্যায়বিচার কোথায় ছিল?”
তিনি আরও বলেন, “আসলে রাবড়ি দেবীই ওঁদের সকলকে চুপ থাকতে বলেছেন। সামনেই নির্বাচন বলে এ সব নাটক করছেন ওঁরা।”
ঐশ্বর্যার বক্তব্য অনুযায়ী, তেজপ্রতাপের বহিষ্কার একটি রাজনৈতিক নাটক। তিনি বলেন, “ওঁরা সকলেই একসঙ্গে আছেন। এই নাটকটা নির্বাচনের আগে করা হচ্ছে।”
আরও পড়ুন :
প্লেন থেকে নামার আগেই স্ত্রীর ‘চড়’! ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিতর্কের কেন্দ্রে
ক্লাউড টিভি স্পোর্টস রিপোর্ট | এমবাপ্পের জাদুতে গোল্ডেন বুট রিয়ালে